Recent Tube

আজান শুনে কুকুর ভুকে কেন? এর কোনও কারণ আছে কি? আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।

 প্রশ্ন:
আজান শুনে কুকুর ভুকে কেন? এর কোনও কারণ আছে কি?
------------------------- 
উত্তর:
আজান শুনার সময় সব কুকুর সব সময় ভুকে তা নয়। তবে কিছু কিছু কুকুর ভুকে। সাধারণভাবে কুকুর ভুকার একটি কারণ হতে পারে, সে শয়তান দেখতে পায়।  জাবের রা. হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, 
من سمع نباحَ كلبٍ أو نهاقَ حمارٍ من الليلِ فلْيستَعِذْ بالله من الشيطانِ الرَّجيمِ فإنهم يَرَونَ ما لا تَرَونَ
"যে ব্যক্তি কুকুর ও গাধার চিৎকার শুনতে পায় সে যেন আল্লাহর নিকট শয়তান থেকে আশ্রয় চায়। (অর্থাৎ সে যেন আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজীম পাঠ করে।) কেননা তারা এমন কিছু দেখে থাকে, যা তোমরা দেখতে পাও না।" [সহীহ আল আদাবুল মুফরাদ, সহীহ-আলবানি]
বিশেষ করে  আযানের সময় কুকুর ভুকার কারণ হতে পারে, আযান শুনে শয়তানগুলো পালাতে থাকে। তাদেরকে দেখে কুকুরগুলো চিৎকার শুরু করে। হাদীসে এসেছে, আবু হুরায়রা রা. হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
  إِذَا نُودِيَ لِلصَّلَاةِ أَدْبَرَ الشَّيْطَانُ وَلَهُ ضُرَاطٌ حَتَّى لَا يَسْمَعَ التَّأْذِينَ فَإِذَا قَضَى النِّدَاءَ أَقْبَلَ حَتَّى إِذَا ثُوِّبَ بِالصَّلَاةِ أَدْبَرَ حَتَّى إِذَا قَضَى التَّثْوِيبَ أَقْبَلَ حَتَّى يَخْطِرَ بَيْنَ الْمَرْءِ وَنَفْسِهِ يَقُولُ اذْكُرْ كَذَا اذْكُرْ كَذَا لِمَا لَمْ يَكُنْ يَذْكُرُ حَتَّى يَظَلَّ الرَّجُلُ لَا يَدْرِي كَمْ صَلَّى
“যখন আজানের শব্দ উচ্চারিত হয়, শয়তান তখন সশব্দে বায়ু ছাড়তে ছাড়তে দৌঁড়ে পালিয়ে যায় যাতে তার কানে আর আজানের শব্দ না আসে| আজান শেষ হলে আবার ফিরে আসে; ইকামাতের সময় আবার সে পালিয়ে যায় এবং শেষ হলে আবার ফিরে আসে, এবং মানুষের মনকে ফিসফিসিয়ে ধোঁকা দিতে থাকে(যাতে নামাজ থেকে মনোযোগ সরে যায়) এবং মানুষকে এমন সব জিনিস মনে করিয়ে দেয় যা নামাজের পূর্বে তার মাথায় ছিলনা এবং যার কারণে মানুষ ভুলে যায় যে সে কত রাকাত নামাজ পরেছে|” [বুখারি, আযান অধ্যায়। অনুচ্ছেদ: আযানের ফযিলত, হা/৫৮৩] 
আল্লাহু আলাম।
----------------------------------------
 উত্তর প্রদানে: 
 আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল, 
 দাঈ, জুবাইল দওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার,   সউদি আরব,
#abdullahilhadi

Post a Comment

0 Comments