Recent Tube

আল কুরআন


               

       সূরা ইয়াসিন -৩৬;

 আয়াত নম্বরঃ ২১;
اتَّبِعُوْا    مَنْ    لَّا    يَسْـــَٔلُكُمْ    اَجْرًا    وَّهُمْ    مُّهْتَدُوْنَ
'অনুসরণ কর তাহাদের, যাহারা তোমাদের নিকট কোন প্রতিদান চায় না এবং যাহারা সৎপথপ্রাপ্ত।

আয়াত নম্বরঃ ২২;
وَمَا لِىَ لَاۤ اَعْبُدُ الَّذِىْ فَطَرَنِىْ وَاِلَيْهِ تُرْجَعُوْنَ
'আমার কি যুক্তি আছে যে, যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন এবং যাঁহার নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে আমি তাঁহার 'ইবাদত করিব না?

 আয়াত নম্বরঃ ২৩;
ءَاَ تَّخِذُ مِنْ دُوْنِهٖۤ اٰلِهَةً اِنْ يُّرِدْنِ الرَّحْمٰنُ بِضُرٍّ لَّا تُغْنِ عَنِّىْ  شَفَاعَتُهُمْ شَيْـــًٔا وَّلَا يُنْقِذُوْنِ‌ۚ
'আমি কি তাঁহার পরিবর্তে অন্য ইলাহ্ গ্রহণ করিব? দয়াময় আল্লাহ্ আমাকে ক্ষতিগ্রস্ত করিতে চাইলে উহাদের সুপারিশ আমার কোন কাজে আসিবে না এবং উহারা আমাকে উদ্ধার করিতেও পারিবে না।

 আয়াত নম্বরঃ ২৪;
اِنِّىْۤ اِذًا لَّفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ
'এইরূপ করিলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়িব।

 আয়াত নম্বরঃ ২৫;
اِنِّىْۤ  اٰمَنْتُ بِرَبِّكُمْ فَاسْمَعُوْنِؕ
'আমি তো তোমাদের প্রতিপালকের উপর ঈমান আনিয়াছি, অতএব তোমরা আমার কথা শোন।'









Post a Comment

0 Comments