ধিক্কার ঘৃণা ছি! ছি! ছি!
মুহাম্মদ রুকুনুজ্জামান চৌধুরী
---------------------------
অনেক কথা বলার ছিল
কথার মানে বুঝবেনা?
কি কইতে চাও কি প্রয়োজন
এসব কিছুও খুজবেনা।
এরা নল পন্ডিত তার ছেড়া তাই,
সত্যের আওয়াজ শুনবেনা
বদির ও ইতোর, আর্বাচীনে
সত্যটাও খুজবেনা।।
কি কও তুমি, কওবা কারে,
এসব মানে বুঝবে কি?
হাইব্রীড;যত দলকানাদের
ধিক্কার ঘৃণা ছি ছি ছি!!!
-------------------------
লেখক :- হিসাবের কেউ না!
(৩০-১০-২৩ইং)
0 Comments