দ ল কা না!
---------------------------
দলকানারা বেজায় ভালো
দলীয় সমারোহে।
দল বিহনে ঢের বেমানান
দলবিভাজন দ্রুহে।
দলকানারা মুর্খ অন্ধ
দলাদলি'র মোহে
নেই সত্য সদ্বিবেচক
তাদের দলীয় গৃহে।
দলের টানে নীতিবাক্য
নীতিকথার ফুলঝুরি।
অন্যদলের নীতিকর্ম
দলকানোদের সুড়সুড়ি।
দলকানাদের ঝাঁটার বাড়ি
লাত্তি,জুতা সব তোদের।
বেকুব যত দলান্ধতায়
দলে এসো! সংকীর্ণতা মুক্তদের।
৯.৮.১৭ইং
রাত:১:৩০
0 Comments