“পরিবারের কোলাহল পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ”
দাম্পত্য সঙ্গীর বাড়তি কেয়ারিং, এসএমএস-এর রিপ্লাই না দিলে অভিমান করা, কারণে অকারণে কল দেওয়া, এই ধরণের কাজগুলোতে আপনি বিরক্ত?
বিশ্বাস করুন (বাড়াবাড়ি পর্যায়ের না হলে) এগুলো সত্যিই নিয়ামত। ভালোবাসে বলেই তারা এমন করে। আপনাকে ছাড়া তারা নিঃসঙ্গতা অনুভব করে বলেই বারংবার আপনাকে ভালোবাসার বিড়ম্বনায় ফেলে তারা হৃদয়ের সুখ খুঁজে নেয়।
হঠাৎ সত্যি সত্যি যদি অসুস্থতা, ঝগড়া বা ভিন্ন কোনো অনিবার্য কারণে আপনাকে ঘিরে তার এই আবেগের খেলা বন্ধ হয়ে যায় তখনই কেবল আপনি উপলব্ধি করতে পারবেন প্রকৃতপক্ষে সেগুলোই আপনাদের প্রেমকে জিইয়ে রেখেছিলো। বিড়ম্বনার মোড়কে সেগুলোই আপনার দেহ-মনকে চাঙা রাখতো।
চোখটা বন্ধ করে বুকে হাত দিয়ে বলুনতো.....
ব্যস্ততার কারণে তার যে কল কিংবা এসএমএস-এর নোটিফিকেশন দেখে বিব্রত হোন তা যদি চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়, আপনি খুশি হবেন?
নাহ্, পারবেন না।
সত্যিই তাঁকে ভালোবেসে থাকলে আপনি কিছুতেই খুশি হতে পারবেন না।
তাকে মিস করতে বাধ্য হবেন। বারবার আপনার কললিস্ট ও ইনবক্স চেইক করবেন মনের অজান্তেই। তার দেওয়া ভালোবাসার সেই মধুর বিড়ম্বনা পেতে মনটা ব্যাকুল হয়ে উঠবে।
এর কারণ একটাই, হঠাৎ তার এই নীরবতার কারণে আপনার অবচেতন মনের ভালোবাসা জাগতে শুরু করবে। তাকে কতটা ভালোবাসেন আপনার মন প্রতিটি মুহূর্তে তা চরম মাত্রায় অনুভব করবে। কোনো কাজেই মন বসাতে পারবেন না। তার কল কিংবা এসএমএস-এর শব্দটাই যে আপনার দেহ-মনের রিচার্জার ছিলো তা অনতিবিলম্বেই অনুভব করতে শুরু করবেন।
আসলে এরই নাম ভালোবাসা। ভালোবাসার কোনো সংঙ্গা হয় না। ভালোবাসার নির্দিষ্ট কোনো কারণও থাকে না। হাতের রঙিন চুড়িতেই শুধু ভালোবাসা থাকে না, আপনার পাশে এলোমেলোভাবে শুয়ে থাকা মানুষটার যে সাদামাটা হাত ঘুমের মাঝেও বিছানায় আপনাকে জড়িয়ে ধরতে বারবার খুঁজতে থাকে তার মাঝেও ভালোবাসা থাকে। তা বুঝতে প্রয়োজন শুধু একটুখানি ভালোবাসা মাখানো উপলব্ধি।
দাম্পত্য জীবনে যে ছোট ছোট কাজগুলোকে বিরক্তিকর কিংবা একঘেয়ে মনে করে আমরা সচেতনভাবে এড়িয়ে যেতে চাই সত্যি বলতে আমাদের অজান্তে সেগুলোই আমাদের বেঁচে থাকার প্রেরণা দেয়। “পরিবারের কোলাহল পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ” এই বাক্যটা আমরা অনেকেই যথাসময়ে উপলব্ধি করতে ব্যর্থ হই।
কেউ ভালোবাসা না পেয়ে খোঁজে আবার কেউ হারিয়ে খোঁজে। যারা হারিয়ে খোঁজে তাদের চেয়ে হতভাগ্য আর কেউ নেই। আল্লাহ যেন আমাদের সেই হতভাগ্য মানুষদের অন্তর্ভুক্ত না করেন। বড্ড দেরি হওয়ার আগেই তাকে বলুন “ভালোবাসি, তোমায় বড্ড বেশি ভালোবাসি”
#Abdullah_Arman
04/10/2023
0 Comments