Recent Tube

আল কুরআন

 


                     সূরা ইয়াসিন -৩৬;

আয়াত নম্বরঃ ২৬
قِيْلَ ادْخُلِ الْجَـنَّةَ  ؕ قَالَ يٰلَيْتَ قَوْمِىْ  يَعْلَمُوْنَۙ
তাহাকে বলা হইল, 'জান্নাতে প্রবেশ কর।' সে বলিয়া উঠিল, 'হায়! আমার সম্প্রদায় যদি জানিতে পারিত-

 আয়াত নম্বরঃ ২৭;
بِمَا غَفَرَلِىْ رَبِّىْ وَجَعَلَنِىْ مِنَ الْمُكْرَمِيْنَ
'কিরূপে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করিয়াছেন এবং আমাকে সম্মানিত করিয়াছেন।'

  আয়াত নম্বরঃ ২৮;
وَمَاۤ  اَنْزَلْنَا عَلٰى قَوْمِهٖ مِنْۢ بَعْدِهٖ مِنْ جُنْدٍ مِّنَ السَّمَآءِ وَمَا كُـنَّا مُنْزِلِيْنَ
আমি তাহার পরে তাহার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ হইতে কোন বাহিনী প্রেরণ করি নাই এবং প্রেরণের প্রয়োজনও ছিল না।

আয়াত নম্বরঃ ২৯;
اِنْ كَانَتْ اِلَّا صَيْحَةً وَّاحِدَةً فَاِذَا هُمْ خٰمِدُوْنَ
 উহা ছিল কেবল এক মহানাদ। ফলে উহারা নিথর নিস্তব্ধ হইয়া গেল।

আয়াত নম্বরঃ ৩০;
يٰحَسْرَةً عَلَى  الْعِبَادِ ؔ‌ۚ مَا يَاْتِيْهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ
 পরিতাপ বান্দাদের জন্য; উহাদের নিকট যখনই কোন রাসূল আসিয়াছে তখনই উহারা তাহাকে ঠাট্টা-বিদ্রুপ করিয়াছে।
------------------------- 












Post a Comment

0 Comments