Recent Tube

মানুষের উপকার: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।

মানুষের উপকার:
--------------
মানুষের উপকার করার মধ্যে যে এত আনন্দ আছে তা কেবল সেই অনুভব করতে পারে যার বাস্তব অভিজ্ঞতা আছে। 
অত:এব, মানুষের উপকার করতে কার্পণ্য করবেন না তা যত সামান্য হোক না কেন।
কেননা, আপনি জানেন না কোন নেকির কাজটি আপনাকে জান্নাতে প্রবেশ করাবে।
--------------------
আবু জারী আল হুজাইমী রা. হতে বর্ণিত। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমরা পল্লী-গাঁয়ের মানুষ। আমি আমাদেরকে এমন কিছু শিক্ষা দিন যাতে আমাদের উপকার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
"لا تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا , وَلَوْ أَنْ تُفْرِغَ مِنْ دَلْوِكَ فِي إِنَاءِ الْمُسْتَسْقِي، وَلَوْ أَنْ تُكَلِّمَ أَخَاكَ وَوَجْهُكَ مُنْبَسِطٌ إِلَيْهِ"
“তোমরা কোন ভাল কাজকেই তুচ্ছ মনে কর না। যদিও তা পানি সংগ্রহকারীর পাত্রে তোমার বালতি থেকে কিছু পানি ঢেলে দেয়া হোক না কেন অথবা তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা হোক না কেন।” (সহীহ আল আদাব আল মুফরাদ-আলবানী, হা/৯০১)
------------------------------------------------

আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার,
সৌদি আরব।
#abdullahilhadi

Post a Comment

0 Comments