Recent Tube

যথাসময়ে বাচ্চার আকিকা করতে অক্ষম বাবার করণীয়। আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।



যথাসময়ে বাচ্চার আকিকা করতে অক্ষম বাবার করণীয়:

প্রশ্ন :
বাচ্চার বাবার আকিকা করার সামর্থ না থাকলে সেক্ষেত্রে কি করবে?

 উত্তর :
 আকিকা দেওয়া সুন্নতে মুয়াক্কাদা। (গুরুত্বপূর্ণ সুন্নত)। তাই যথাসম্ভব এই সুন্নতটি পালনের চেষ্টা করা উচিত। তবে আর্থিক অসচ্ছলতার কারণে যদি তা সম্ভব না হয় তাহলে কোন কিছুই করার নেই।
হ্যাঁ, ভবিষ্যতে যদি কখনো আর্থিক সংগতি হয় তখন আকিকা করবে। (যারা বলে, সপ্তম দিনের পরে আকিকা করা যাবে না-তাদের বক্তব্য সঠিক নয়)
------------------------- 
  উত্তর প্রদানে :
 আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
 দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার,   সৌদি আরব। 
 #abdullahilhadi

Post a Comment

0 Comments