আয়াত নম্বরঃ ৫৬;
هُمْ وَاَزْوَاجُهُمْ فِىْ ظِلٰلٍ عَلَى الْاَرَآٮِٕكِ مُتَّكِـــُٔوْنَ
তাহারা এবং তাহাদের স্ত্রীগণ সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনে হেলান দিয়া বসিবে।
আয়াত নম্বরঃ ৫৭;
لَهُمْ فِيْهَا فَاكِهَةٌ وَّلَهُمْ مَّا يَدَّعُوْنَ ۖۚ
সেখানে থাকিবে তাহাদের জন্য ফলমূল এবং তাহাদের জন্য বাঞ্ছিত সমস্ত কিছু,
আয়াত নম্বরঃ ৫৮;
سَلٰمٌ قَوْلًا مِّنْ رَّبٍّ رَّحِيْمٍ
সালাম, পরম দয়ালু প্রতিপালকের পক্ষ হইতে সম্ভাষণ।
আয়াত নম্বরঃ ৫৯;
وَامْتَازُوا الْيَوْمَ اَيُّهَا الْمُجْرِمُوْنَ
আর 'হে অপরাধিগণ! তোমরা আজ পৃথক হইয়া যাও।'
আয়াত নম্বরঃ ৬০;
اَلَمْ اَعْهَدْ اِلَيْكُمْ يٰبَنِىْۤ اٰدَمَ اَنْ لَّا تَعْبُدُوا الشَّيْطٰنَۚ اِنَّهٗ لَـكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ ۙ
হে বনী আদম! আমি কি তোমাদেরকে নির্দেশ দিই নাই যে, তোমরা শয়তানের দাসত্ব করিও না, কারণ সে তো তোমাদের প্রকাশ্য শত্রু?
0 Comments