আয়াত নম্বরঃ ২১;
هٰذَا يَوْمُ الْفَصْلِ الَّذِىْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ
ইহাই ফয়সালার দিন যাহা তোমরা অস্বীকার করিতে।
আয়াত নম্বরঃ ২২;
اُحْشُرُوا الَّذِيْنَ ظَلَمُوْا وَاَزْوَاجَهُمْ وَمَا كَانُوْا يَعْبُدُوْنَۙ
ফেরেশতাদেরকে বলা হইবে, 'একত্র কর জালিম ও উহাদের সহচরগণকে এবং উহাদেরকে যাহাদের 'ইবাদত করিত তাহারা-
আয়াত নম্বরঃ ২৩;
مِنْ دُوْنِ اللّٰهِ فَاهْدُوْهُمْ اِلٰى صِرَاطِ الْجَحِيْمِ
আল্লাহ্র পরিবর্তে এবং উহাদেরকে পরিচালিত কর জাহান্নামের পথে,
আয়াত নম্বরঃ ২৪;
وَقِفُوْهُمْ اِنَّهُمْ مَّسْـُٔـوْلُوْنَۙ
'অতঃপর উহাদেরকে থামাও, কারণ উহাদেরকে প্রশ্ন করা হইবে :
আয়াত নম্বরঃ ২৫;
مَا لَـكُمْ لَا تَنَاصَرُوْنَ
'তোমাদের কী হইল যে, তোমরা একে অপরের সাহায্য করিতেছ না?'
আয়াত নম্বরঃ ২৬;
بَلْ هُمُ الْيَوْمَ مُسْتَسْلِمُوْنَ
বস্তুত সেই দিন উহারা আত্নসমর্পণ করিবে।
আয়াত নম্বরঃ ২৭;
وَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ يَّتَسَآءَلُوْنَ
এবং উহারা একে অপরের সামনা সামনি হইয়া জিজ্ঞাসাবাদ করিবে-
আয়াত নম্বরঃ ২৮;
قَالُوْۤا اِنَّكُمْ كُنْتُمْ تَاْتُوْنَنَا عَنِ الْيَمِيْنِ
উহারা বলিবে, 'তোমরা তো তোমাদের শক্তি লইয়া আমাদের নিকট আসিতে।'
আয়াত নম্বরঃ ২৯;
قَالُوْا بَلْ لَّمْ تَكُوْنُوْا مُؤْمِنِيْنَۚ
তাহারা বলিবে, তোমরা তো বিশ্বাসীই ছিলে না,
আয়াত নম্বরঃ ৩০;
وَمَا كَانَ لَنَا عَلَيْكُمْ مِّنْ سُلْطٰنِۚ بَلْ كُنْتُمْ قَوْمًا طٰغِيْنَ
'এবং তোমাদের উপর আমাদের কোন কর্তৃত্ব ছিল না ; বস্তুত তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায়।
আয়াত নম্বরঃ ৩১;
فَحَقَّ عَلَيْنَا قَوْلُ رَبِّنَآ ۖ اِنَّا لَذَآٮِٕقُوْنَ
'আমাদের বিরুদ্ধে আমাদের প্রতিপালকের কথা সত্য হইয়াছে, আমাদেরকে অবশ্যই শাস্তি আস্বাদন করিতে হইবে।
আয়াত নম্বরঃ ৩২;
فَاَغْوَيْنٰكُمْ اِنَّا كُنَّا غٰوِيْنَ
'আমরা তোমাদেরকে বিভ্রান্ত করিয়াছিলাম, কারণ আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত।'
আয়াত নম্বরঃ ৩৩;
فَاِنَّهُمْ يَوْمَٮِٕذٍ فِى الْعَذَابِ مُشْتَرِكُوْنَ
উহারা সকলেই সেই দিন শাস্তির শরীক হইবে।
আয়াত নম্বরঃ ৩৪;
اِنَّا كَذٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِيْنَ
অপরাধীদের প্রতি আমি এইরূপই করিয়া থাকি।
আয়াত নম্বরঃ ৩৫;
اِنَّهُمْ كَانُوْۤا اِذَا قِيْلَ لَهُمْ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُۙ يَسْتَكْبِرُوْنَۙ
উহাদেরকে 'আল্লাহ্ ব্যতীত কোন ইলাহ নেই' বলা হইলেও উহারা অহংকার করিত।
0 Comments