আয়াত নম্বরঃ ৪১;
اُولٰٓٮِٕكَ لَهُمْ رِزْقٌ مَّعْلُوْمٌۙ
তাহাদের জন্য আছে নির্ধারিত রিযিক-
আয়াত নম্বরঃ ৪২;
فَوَاكِهُۚ وَهُمْ مُّكْرَمُوْنَۙ
ফলমূল; আর তাহারা হইবে সম্মানিত,
আয়াত নম্বরঃ ৪৩;
فِىْ جَنّٰتِ النَّعِيْمِۙ
সুখদ-কাননে
আয়াত নম্বরঃ ৪৪;
عَلٰى سُرُرٍ مُّتَقٰبِلِيْنَ
তাহারা মুখামুখি হইয়া আসনে আসীন হইবে।
আয়াত নম্বরঃ ৪৫;
يُطَافُ عَلَيْهِمْ بِكَاْسٍ مِّنْ مَّعِيْنٍۢ ۙ
তাহাদেরকে ঘুরিয়া ঘুরিয়া পরিবেশন করা হইবে বিশুদ্ধ সুরা পূর্ণ পাত্রে।
আয়াত নম্বরঃ ৪৬;
بَيْضَآءَ لَذَّةٍ لِّلشّٰرِبِيْنَ ۖۚ
শুভ্র উজ্জ্বল, যাহা হইবে পানকারীদের জন্য সুস্বাদু।
আয়াত নম্বরঃ ৪৭;
لَا فِيْهَا غَوْلٌ وَّلَا هُمْ عَنْهَا يُنْزَفُوْنَ
উহাতে ক্ষতিকর কিছু থাকিবে না এবং উহাতে তাহারা মাতালও হইবে না,
আয়াত নম্বরঃ ৪৮;
وَعِنْدَهُمْ قٰصِرٰتُ الطَّرْفِ عِيْنٌۙ
তাহাদের সঙ্গে থাকিবে আনতনয়না, আয়তলোচনা হূরীগণ।
আয়াত নম্বরঃ ৪৯;
كَاَنَّهُنَّ بَيْضٌ مَّكْنُوْنٌ
তাহারা যেন সুরক্ষিত ডিম্ব।
আয়াত নম্বরঃ ৫০;
فَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ يَّتَسَآءَلُوْنَ
তাহারা একে অপরের সামনাসামনি হইয়া জিজ্ঞাসাবাদ করিবে।

0 Comments