আয়াত নম্বরঃ ১১;
فَاسْتَفْتِهِمْ اَهُمْ اَشَدُّ خَلْقًا اَمْ مَّنْ خَلَقْنَاؕ اِنَّا خَلَقْنٰهُمْ مِّنْ طِيْنٍ لَّازِبٍ
উহাদেরকে জিজ্ঞাসা কর, উহারা সৃষ্টিতে দৃঢ়তর, না আমি অন্য যাহা কিছু সৃষ্টি করিয়াছি তাহা? উহাদেরকে আমি সৃষ্টি করিয়াছি আঠাল মৃত্তিকা হইতে।
আয়াত নম্বরঃ ১২;
بَلْ عَجِبْتَ وَيَسْخَرُوْنَ
তুমি তো বিস্ময় বোধ করিতেছ, আর উহারা করিতেছে বিদ্রুপ।
আয়াত নম্বরঃ ১৩;
وَاِذَا ذُكِّرُوْا لَا يَذْكُرُوْنَ
এবং যখন উহাদেরকে উপদেশ দেওয়া হয় উহারা তাহা গ্রহণ করে না।
আয়াত নম্বরঃ ১৪;
وَاِذَا رَاَوْا اٰيَةً يَّسْتَسْخِرُوْنَ
উহারা কোন নিদর্শন দেখিলে উপহাস করে
আয়াত নম্বরঃ ১৫;
وَقَالُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ ۖۚ
এবং বলে, 'ইহা তো এক সুস্পষ্ট জাদু ব্যতীত আর কিছুই নয়।'
0 Comments