আস-সাফফাতঃ ৩৭,
আয়াত নম্বরঃ ০
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে;
-------------------------
আয়াত নম্বরঃ ১;
وَالصّٰٓفّٰتِ صَفًّا ۙ
শপথ তাহাদের যাহারা সারিবদ্ধ ভাবে দণ্ডায়মান;
আয়াত নম্বরঃ ২;
فَالزّٰجِرٰتِ زَجْرًا ۙ
ও যাহারা কঠোর পরিচালক।
আয়াত নম্বরঃ ৩;
فَالتّٰلِيٰتِ ذِكْرًا ۙ
এবং যাহারা 'যিকির' আবৃত্তিতে রত-
আয়াত নম্বরঃ ৪;
اِنَّ اِلٰهَكُمْ لَوَاحِدٌ ؕ
নিশ্চয়ই তোমাদের ইলাহ্ এক,
আয়াত নম্বরঃ ৫;
رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ الْمَشَارِقِ ؕ
যিনি আকাশ-মণ্ডলী ও পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছুর প্রভু এবং প্রভু সকল উদয়স্থলের।
আয়াত নম্বরঃ ৬;
اِنَّا زَيَّنَّا السَّمَآءَ الدُّنْيَا بِزِيْنَةِ اۨلْكَوَاكِبِۙ
আমি নিকটবর্তী আকাশকে নক্ষত্ররাজির সুষমা দ্বারা সুশোভিত করিয়াছি,
আয়াত নম্বরঃ ৭;
وَحِفْظًا مِّنْ كُلِّ شَيْطٰنٍ مَّارِدٍۚ
এবং রক্ষা করিয়াছি প্রত্যেক বিদ্রোহী শয়তান হইতে।
আয়াত নম্বরঃ ৮;
لَّا يَسَّمَّعُوْنَ اِلَى الْمَلَاِ الْاَعْلٰى وَيُقْذَفُوْنَ مِنْ كُلِّ جَانِبٍۖ
ফলে উহারা ঊর্ধ্ব জগতের কিছু শ্রবণ করিতে পারে না এবং উহাদের প্রতি নিক্ষিপ্ত হয় সকল দিক হইতে-
আয়াত নম্বরঃ ৯;
دُحُوْرًا وَّلَهُمْ عَذَابٌ وَّاصِبٌ ۙ
বিতাড়নের জন্য এবং উহাদের জন্য আছে অবিরাম শাস্তি।
আয়াত নম্বরঃ ১০;
اِلَّا مَنْ خَطِفَ الْخَطْفَةَ فَاَتْبَعَهٗ شِهَابٌ ثَاقِبٌ
তবে কেহ হঠাৎ কিছু শুনিয়া ফেলিলে জ্বলন্ত উল্কা পিণ্ড তাহার পশ্চাদ্ধাবন করে।
0 Comments