তায়াম্মুম;
শাব্দিক অর্থ: ইচ্ছা বা সংকল্প করা।
পারিভাষিক অর্থ: ওযূ ও গোসলের জন্য পানি না পেলে বা শারীরিক অসুস্থতার কারণে পানি ব্যবহার করতে না পারলে পাক মাটি দ্বারা পবিত্রতা অর্জনের ইসলামী পদ্ধতিকে তায়াম্মুম বলে।
তায়াম্মুমের পদ্ধতি :
(১) প্রথমে অন্তরে মাটি দ্বারা পবিত্রতা অর্জনের নিয়ত করবে।
(২) বিসমিল্লাহ বলে আরম্ভ করবে।
(৩) পবিত্র মাটির উপর দু’হাত একবার মারবে।
(৪) অতঃপর দু’হাত দিয়ে পুরা মুখমণ্ডল একবার মাসাহ করবে,
(৫) এরপর দু’হাতের কব্জি পর্যন্ত একবার মাসাহ করবে [মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৫২৮; সহীহুল বুখারী, হা/৩৩৮]
0 Comments