Recent Tube

আল কুরআন


                      সুরা ছোয়াদ-৩৮;

আয়াত নম্বরঃ ৫৬;
جَهَـنَّمَ‌  ۚ يَصْلَوْنَهَا‌  ۚ فَبِئْسَ الْمِهَادُ
জাহান্নাম, সেখানে উহারা প্রবেশ করিবে, কত নিকৃষ্ট ঠিকানা!

 আয়াত নম্বরঃ ৫৭;
هٰذَا  ۙ فَلْيَذُوْقُوْهُ حَمِيْمٌ وَّغَسَّاقٌ ۙ
ইহা সীমালংঘনকারীদের জন্য। সুতরাং উহারা আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুঁজ।

আয়াত নম্বরঃ ৫৮;
وَّاٰخَرُ مِنْ شَكْلِهٖۤ اَزْوَاجٌ ؕ
আরও আছে এইরূপ বিভিন্ন ধরনের শাস্তি।

আয়াত নম্বরঃ ৫৯;
هٰذَا فَوْجٌ مُّقْتَحِمٌ مَّعَكُمْ‌ۚ لَا مَرْحَبًۢـا بِهِمْ‌ؕ اِنَّهُمْ صَالُوا النَّارِ
'এই তো এক বাহিনী, তোমাদের সঙ্গে প্রবেশ করিতেছে।' 'উহাদের জন্য নাই অভিনন্দন, ইহারা তো জাহান্নামে জ্বলিবে।'

 আয়াত নম্বরঃ ৬০;
قَالُوْا  بَلْ اَنْتُمْ لَا مَرْحَبًۢـا بِكُمْ‌ؕ اَنْتُمْ قَدَّمْتُمُوْهُ لَنَا‌ۚ فَبِئْسَ الْقَرَارُ
 অনুসারীরা বলিবে, 'বরং তোমরাও, তোমাদের জন্যও অভিনন্দন নাই। তোমরাই তো পূর্বে উহা আমাদের জন্য ব্যবস্থা করিয়াছ। কত নিকৃষ্ট এই আবাসস্থল!'





Post a Comment

0 Comments