Recent Tube

কোন কাজের নিয়ম হিসাবে নিজের প্রোফাইলে নিকাব বিহীন ছবি রাখা কি জায়েজ হবে? আর কাজগুলো অনলাইন ভিত্তিক, দয়া করে জানাবেন শাইখ। আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।

প্রশ্ন : 
কোন কাজের নিয়ম হিসাবে নিজের প্রোফাইলে নিকাব বিহীন ছবি রাখা কি জায়েজ হবে?  আর কাজগুলো অনলাইন ভিত্তিক, দয়া করে জানাবেন শাইখ। 
------------------------- 
উত্তর : 
সর্বাধিক নির্ভরযোগ্য মতানুসারে নারীর জন্য তার মুখ মণ্ডল ঢাকা আবশ্যক। বাস্তব জগতে যেমন আবশ্যক তেমনি ভার্চুয়াল জগতেও আবশ্যক। সুতরাং একজন নারীর জন্য প্রোফাইল পিকচারে নিকাব বিহীন ছবি ইউজ করা কিভাবে বৈধ হতে পারে?
অনলাইন ভিত্তিক কোন কাজে যদি এভাবে নিকাব বিহীন ছবি দেয়া বাধ্যতা মূলক করা হয় তবে সেই কাজ বর্জন করে এমন কাজ অনুসন্ধান করা জরুরি যেখানে পর্দা রক্ষা করা সম্ভব হয়। মনে রাখতে হবে, একজন মুসলিমের নিকট দুনিয়ার চেয়ে দ্বীন রক্ষা করা বেশী গুরুত্বপূর্ণ। অর্থাৎ দুনিয়ার কাজের সাথে দ্বীন সাংঘর্ষিক হলে তখন দ্বীনকে অগ্রাধিকার দিতে হবে এবং আখিরাতে এর প্রতিদান আশা করতে হবে। আল্লাহ সাহায্যকারী।
আল্লাহু আলাম।
------------------------- 
উত্তর প্রদানে: 
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল। 
#abdullahilhadi

Post a Comment

0 Comments