Recent Tube

আল কুরআন।


                      সুরা ছোয়াদ-৩৮;

 আয়াত নম্বরঃ ৭৬;
قَالَ اَنَا خَيْرٌ مِّنْهُ‌  ؕ خَلَقْتَنِىْ مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِيْنٍ
 সে বলিল, আমি উহা হইতে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন হইতে সৃষ্টি করিয়াছেন এবং উহাকে সৃষ্টি করিয়াছেন কর্দম হইতে।'

 আয়াত নম্বরঃ ৭৭;
قَالَ فَاخْرُجْ مِنْهَا فَاِنَّكَ رَجِيْمٌ    ۖ‌   ۚ
তিনি বলিলেন, 'তুমি এখান হইতে বাহির হইয়া যাও, নিশ্চয়ই তুমি বিতাড়িত।

 আয়াত নম্বরঃ ৭৮;
وَّاِنَّ عَلَيْكَ  لَعْنَتِىْۤ اِلٰى يَوْمِ الدِّيْنِ
'এবং তোমার উপর আমার লানত স্থায়ী হইবে, কর্মফল দিবস পর্যন্ত।'

 আয়াত নম্বরঃ ৭৯;
قَالَ رَبِّ فَاَنْظِرْنِىْۤ اِلٰى يَوْمِ  يُبْعَثُوْنَ
সে বলিল, 'হে আমার প্রতিপালক! আপনি আমাকে অবকাশ দিন উত্থান দিবস পর্যন্ত।'

 আয়াত নম্বরঃ ৮০;
قَالَ فَاِنَّكَ مِنَ الْمُنْظَرِيْنَۙ
 তিনি বলিলেন, 'তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হইলে-









Post a Comment

0 Comments