শুধু কথায় নয় কাজে বাংলা ভাষার প্রতি
ভালবাসার প্রমাণ দিতে হবে।
ইসলামে মাতৃভাষার গুরুত্ব:
আল্লাহ তায়ালা এ মর্মে বলেন:
وَمَا أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ لِيُبَيِّنَ لَهُمْ ۖ
আমি সব পয়গম্বরকেই তাদের স্বজাতির ভাষাভাষী করেই প্রেরণ করেছি, যাতে তাদেরকে পরিষ্কার বোঝাতে পারে।
(সূরা ইবরাহীম: ৪),
বাংলা আমাদের মাতৃভাষা। এ ভাষায় আমরা মনের ভাব প্রকাশ করি।
তাই এ ভাষাকে ভালবাসতে হবে। বাংলা ভাষা চর্চা করতে হবে। বাংলা ভাষায় ইসলামকে গণ মানুষের কাছে সুন্দর ভাবে উপস্থাপন করতে হবে।
কিন্তু কথা হল,বর্তমানে তথাকথিত বাঙ্গালীরা কি সত্যিকার ভাবে বাংলা ভাষাকে ভালবাসে?
২১ ফেব্রয়ারী আসলে দেখা যায় ভাষা প্রীতিতে আমাদের দেশে শিক্ষিত সমাজ গদগদ করে। কিন্তু বাংলা বাদ দিয়ে ইংরেজিতে দু চারটা শব্দ বা বাক্য বলতে পারলে নিজেকে খুব 'স্মার্ট'' ভাবে। কেউ কথার ফাকে ফাকে ইংরেজি আওড়াতে না পারলে তাকে সেকেলে ভাবে।
এটা কি বাংলা ভাষা প্রীতির পরিচয়?
অন্য দিকে আলেম সমাজ এখনো বাংলা ভাষার প্রতি অতটা যত্নশীল নয়। কোন কোন কউমী মাদরাসায় কতিপয় শিক্ষক এখনো কুরআন ও হাদীসের ব্যাখ্যা উর্দু ভাষায় দিয়ে থাকে। বাংলা তাদের মুখ দিয়ে বের হতে কষ্ট হয়। নবী-রাসূলগণ তাদের স্বজাতির লোকদের কাছে ইসলামের দাওয়াত কি ভিন দেশীয় ভাষায় পেশ করেছিলেন?
আল্লাহ তায়ালা কেন প্রত্যেক জাতির মাতৃভাষায় আসমানী কিতাব ও নবী-রাসূল প্রেরণ করেছিলেন? উত্তর আমাদের সবার জানা আছে।
অত:এব-
আলেম সমাজের এ অবস্থার পরিবর্তন ঘটানো প্রয়োজন।
এখনো কোর্টে বাংলায় রায় দেয়া হয় না। কলেজ-বিশ্ববিদ্যালয়ে এখনো অনেক বিষয় ইংরেজিতেই পড়ানো হয়।
তথাকথিত ইংরেজি মাধ্যমে পড়ুয়া ছাত্র ছাত্রীদের বাংলার অবস্থা দেখলে লজ্জায় মাথা হেট হয়ে যায়।
ব্যাঙ্গের ছাতার মত গজিয়ে ওঠা কতিপয় অনলাইন ও এফ এম রেডিওতে বাংলা ভাষা ও ইংরেজি ভাষার সমন্বয়ে নতুন এক শঙ্কর জাতীয় ভাষার রূপ দিয়ে বাংলাকে একটি হাস্যকর ভাষায় পরিণত করা হচ্ছে।.......
তারপর একদিনের জন্য হলেও আমরা বাঙ্গালী সাজার চেষ্টা করি।
মোট কথা, শুধু কথায় নয়। কাজে বাংলা ভাষার প্রতি ভালবাসার প্রমাণ দিতে হবে। এবং মাতৃভাষায় নিজ ভাষার মানুষের কাছে সুমহান ইসলামের দাওয়াতকে ছড়িয়ে দিতে হবে। আল্লাহ আমাদের সহায় হোন।
আমীন।
-------------------------
গ্রন্থনায় :
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার,
সৌদি আরব।
#abdullahilhadi

0 Comments