প্রশ্ন:
বিতর নামায শেষ কোন দুআ পাঠ করতে হয়?
উত্তর:
বিতর সালাতের সালাম ফিরানো পর তিনবার سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ (আমি অতিপবিত্র বাদশাহর পবিত্রতা ঘোষণা করছি) এই তাসবীহটি পড়া সুন্নত। ৩য় বারে একটু আওয়াজ উঁচু করতে হয়। এটি রাসুল সা. এর সুন্নত। ( মুসনাদে আবুদাউদ ত্বয়ালুসী ও মুসান্নাফ ইবনে আবী শয়বা, মুসনাদে আহমদ। সনদ সহীহ, ইবনুল মুলাক্কিন, শাইখ আলবানী প্রমূখ)
উক্ত দুআ পড়তে ভুলে গেলে-
তবে কেউ যদি ভুল বশত: এই দুআটি না পড়ে অথবা এর পরিবর্তে তিনবার আসতাগফিরুল্লাহ (অন্যান্য নামাযের শেষে যেভাবে পাঠ করা হয়) বা অন্য কোন দুআ পড়ে ফেলে তাহলে তাতে গুনাহ হবে না ইনশাআল্লাহ। তবে আগামীতে খেয়াল করে উপরোক্ত সু্ন্নতী দুআটি পাঠ করার চেষ্টা করবে। আল্লাহু আলাম।
------------------
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।
#abdullahilhadi
0 Comments