Recent Tube

মনে প্রশান্তি অর্জনের কতিপয় উপায়: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।



মনে প্রশান্তি অর্জনের কতিপয় উপায়:
----------------◖◯◗----------------

★ ১) অধিক পরিমাণে দুয়া ও জিকির পাঠ করা।
★ ২) কুরআন তিলাওয়াত করা।
★ ৩) অধিক পরিমাণে তওবা-ইস্তিগফার করা।
★ ৪) আত্মসমালোচনা করা।
★ ৫) ভালো-মন্দ সকল বিষয়ে তাকদীর তথা আল্লাহর ফয়সালার প্রতি বিশ্বাস করা।
★ ৬) আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা।
★ ৭) পাপ কাজ পরিত্যাগ করা।
★ ৮) ফরজ সালাতগুলো যত্ন সহকারে আদায়ের পাশাপাশি অন্যান্য নফল ইবাদত করা।
★ ৯) সৎ লোকদের সংস্পর্শে থাকা।
★ ১০) অল্পে তুষ্ট থাকা ও দুনিয়াবি বিষয়ে নিচের দিকে তাকানো।
আল্লাহ আমাদের অন্তরগুলো ঈমানের মিষ্টতা, অনাবিল সুখ, শান্তি ও পরিতৃপ্তি দ্বারা পূর্ণ করে দিন। আমিন।
---------------------------
 লেখক:
 আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
 দাঈ, জুবাঈল দাওয়াহ সেন্টার, সৌদি আরব
 #abdullahilhadi

Post a Comment

0 Comments