Recent Tube

"লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ দাহু লা শারিকা লাহু। লাহুল মূলকু ওয়া লাহূল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বদীর"এই দোয়াটি কি শুধু মাত্র দিনের মধ্যে ১০০ বার পড়তে হবে নাকি রাত দিন মিলে ১০০ বার পড়লে ফজিলত পাওয়া যাবে? আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।


 প্রশ্ন : 
 "লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ দাহু লা শারিকা লাহু। লাহুল মূলকু ওয়া লাহূল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বদীর"এই দোয়াটি কি শুধু মাত্র দিনের মধ্যে ১০০ বার পড়তে হবে নাকি রাত দিন মিলে ১০০ বার পড়লে ফজিলত পাওয়া যাবে?
------------------------- 
উত্তর : 
এ মর্মে বর্ণিত হাদিসটি হল, নিম্নরূপ:
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ‏.‏ فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ، كَانَتْ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابٍ، وَكُتِبَ لَهُ مِائَةُ حَسَنَةٍ، وَمُحِيَتْ عَنْهُ مِائَةُ سَيِّئَةٍ، وَكَانَتْ لَهُ حِرْزًا مِنَ الشَّيْطَانِ يَوْمَهُ ذَلِكَ، حَتَّى يُمْسِيَ، وَلَمْ يَأْتِ أَحَدٌ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ إِلاَّ رَجُلٌ عَمِلَ أَكْثَرَ مِنْهُ ‏"‌‏.‏

অর্থ:
"যে ব্যক্তি দিনের মধ্যে একশ বার পড়বে:

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ 
 অর্থ: আল্লাহ ব্যতীত সত্য কোন উপাস্য নেই, তিনি এক, তার কোন অংশীদার নেই, রাজত্ব একমাত্র তারই, হামদ তারই, সব কিছুর উপর সর্বশক্তিমান" 
সে দশটি গোলাম আজাদ করার সাওয়াব অর্জন করবে এবং তার জন্য একশটি নেকি লেখা হবে, আর তার একশটি গুনাহ মিটিয়ে দেওয়া হবে। আর সে দিন সন্ধ্যা পর্যন্ত এটা তার জন্য রক্ষা কবচে পরিণত হবে এবং তার চাইতে বেশী ফজিলত ওয়ালা আমল আর কারো হবে না। তবে যে ব্যক্তি এ আমল তার চাইতেও বেশী করবে।
[সহীহ বুখারী (ইসলামিক ফাউন্ডেশন), অধ্যায়  ৬৭/ দু’আ, পরিচ্ছেদ: ২৬৭৭. 'লা ইলাহা ইল্লাল্লাহ' এর (যিকির করার) ফজিলত]
এই হাদিস থেকে বোঝা যায়, কেউ যদি সকালে এই দোয়াটি পাঠ করে তাহলে আল্লাহ তাকে হাদিসে বর্ণিত সোয়াব দানের পাশাপাশি সন্ধ্যা পর্যন্ত তাকে শয়তান থেকে সুরক্ষা করবেন।
তাই সবচেয়ে উত্তম সময় হল, দিনের প্রথম ভাগে এই দোয়াটি পড়া যেমনটি বলেছেন ইমাম নববী রহ.। তবে দিনের প্রথম ভাগে পড়তে ভুলে গেলে বা কোন কারণে পড়া সম্ভব না হলে তখন যখন স্মরণ হবে কিংবা সুবিধা হবে তখন পড়ে নিবে।

তবে আবু দাউদে বর্ণিত আরেকটি হাদিসে সকালে এবং সন্ধ্যায় উক্ত দোয়াটি পড়ার কথা এসেছে। তবে সেখানে নির্দিষ্ট কোন সংখ্যা বলা হয়নি। সেখানেও প্রায় সমপর্যায়ের ফজিলতের কথা এসেছে। হাদীসটি নিম্নরপ:

من قال إذا أصبح: لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير كان له عدل رقبة من ولد إسماعيل، وكتب له عشر حسنات وحط عنه عشر سيئات، ورفع له عشر درجات وكان في حرز من الشيطان حتى يمسي، وإن قالها إذا أمسى كان له مثل ذلك حتى يصبح. رواه أبو داود وصححه الألباني.

- অন্য হাদিসে ফজরের পরে দশবার এবং মাগরিবের পরে দশবার পড়ার কথা এসেছে। এবং তাতেও  কাছাকাছি এবং আরো অতিরিক্ত ফজিলত রয়েছে ।

من قال قبل أن ينصرف ويثني رجليه من صلاة المغرب والصبح: لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير عشر مرات كتب الله له بكل واحدة عشر حسنات ومحا عنه عشر سيئات ورفع له عشر درجات، وكانت له حرزا من كل مكروه وحرزا من الشيطان الرجيم، ولم يحل لذنب أن يدركه إلا الشرك، وكان من أفضل الناس عملا؛ إلا رجلا يفضله بقوله أفضل مما قال. رواه أحمد وقال الهيثمي والمنذري: رجاله رجال الصحيح غير شهر بن حوشب. وقال الألباني: حسن لغيره.
মোটকথা, উত্তম হলো, দিনের প্রথম ভাগে এই দোয়াটি ১০০ বার পাঠ করা এবং ফজর ও মাগরিবের পরে আলাদাভাবে আরো দশবার করে পাঠ করা। তাহলে সকল হাদিসের উপরে আমল হবে ইনশাআল্লাহ।
মহান আল্লাহ তৌফিক দান করুন। আমীন।
------------------------------------------
উত্তর প্রদানে :
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব। 
#abdullahilhadi 
#সংক্ষিপ্ত_প্রশ্নোত্তর

Post a Comment

0 Comments