Recent Tube

আল কুরআন।


                  সূরা- আল-যুমার-৩৯, 


 আয়াত নম্বরঃ ২৬;
فَاَذَاقَهُمُ اللّٰهُ الْخِزْىَ فِى الْحَيٰوةِ الدُّنْيَا‌  ۚ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَكْبَرُ‌ ۘ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ
ফলে আল্লাহ্ উহাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনা ভোগ করাইলেন এবং আখিরাতের শাস্তি তো কঠিনতর। যদি ইহারা জানিত!

 আয়াত নম্বরঃ ২৭;
وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِىْ هٰذَا  الْقُرْاٰنِ مِنْ كُلِّ مَثَلٍ لَّعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ‌ۚ
আমি এই কুরআনে মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত উপস্থিত করিয়াছি, যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে,

 আয়াত নম্বরঃ ২৮;
قُرْاٰنًا عَرَبِيًّا غَيْرَ  ذِىْ عِوَجٍ لَّعَلَّهُمْ يَتَّقُوْنَ
আরবী ভাষায় এই কুরআন বক্রতা মুক্ত, যাহাতে মানুষ সাবধানতা অবলম্বন করে।

 আয়াত নম্বরঃ ২৯;
ضَرَبَ اللّٰهُ مَثَلًا رَّجُلًا فِيْهِ شُرَكَآءُ مُتَشٰكِسُوْنَ وَرَجُلًا سَلَمًا لِّرَجُلٍ  ؕ هَلْ يَسْتَوِيٰنِ مَثَلًا   ‌ؕ اَلْحَمْدُ لِلّٰهِ ‌  ۚ بَلْ اَكْثَرُهُمْ لَا يَعْلَمُوْنَ
 আল্লাহ্ একটি দৃষ্টান্ত পেশ করিতেছেন : এক ব্যক্তির প্রভু অনেক, যাহারা পরস্পর বিরুদ্ধ ভাবাপন্ন এবং আর এক ব্যক্তির প্রভু কেবল একজন; এই দুইজনের অবস্থা কি সমান? প্রশংসা আল্লাহ্‌রই প্রাপ্য; কিন্তু উহাদের অধিকাংশই ইহা জানে না।

 আয়াত নম্বরঃ ৩০;
اِنَّكَ مَيِّتٌ وَّاِنَّهُمْ  مَّيِّتُوْنَ
তুমি তো মরণশীল এবং উহারাও মরণশীল।















Post a Comment

0 Comments