Recent Tube

ঔষধে উপাদান হিসাবে তুলসী পাতার ব্যবহার। আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।



ঔষধে উপাদান হিসাবে তুলসী পাতার ব্যবহার :

প্রশ্ন : 
কাশির ঔষধে উপাদান হিসাবে তুলসী পাতা থাকলে সে ঔষধ কি মুসলিমরা খেতে পারবে? দয়া করে জানাবেন ইনশাআল্লাহ।

উত্তর : তুলসী অত্যন্ত উপকারী একটি ভেষজ  বা ঔষধি গুণসম্পন্ন গাছ। আল্লাহ তায়ালা এতে অনেক উপকার দিয়েছেন। অতএব স্বাস্থ্য রক্ষা বা চিকিৎসার ক্ষেত্রে এই পাতার ব্যবহার মোটেও দোষণীয় নয়। যদিও হিন্দুরা এটিকে পূজনীয় মনে করে।

উত্তর প্রদানে :
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার,
সৌদি আরব।
#abdullahilhadi
#সংক্ষিপ্তপ্রশ্নোত্তর

Post a Comment

0 Comments