প্রসঙ্গঃ
মাওলানা রেজাউল করিম আবরারকে
বাংলাদেশী দেওবন্দী আকাবিররা তাদের formal প্রতিনিধি হিসেবে ঘোষণা করেছে
আপনারা মাওলানা ইয়াহিয়া সাহেবের বক্তব্য দেখতে পারেন।
এই আনুষ্ঠানিক বক্তব্য দেবার পূর্বেই আমি তাঁর ব্যাপারে জানতাম।
কেউ কেউ বলেন আমি কেন এতো ছোট বয়সের মানুষ রেজাউল করিম আবার কে নিয়ে জবাব দিয়েছিলাম ।
আমি ব্যক্তি আবরার কে নিয়ে বলিনা ; আমি তাঁর স্কুল অফ থট নিয়ে কথা বলেছি।
আমি জানতাম সে পুরো দেওবন্দী মাসলাক কে প্রতিনিধিত্ব করে। আমি জানতাম সে একটি রাজনীতিকে প্রতিনিধিত্ব করে।
আমি তাঁর ব্যাপারে ২ টি তথ্য দিয়ে রাখছি যা হয়তো অনেকেই খেয়াল নাও করতে পারেন:
১. সে ভারত বর্ষের প্রিয় মানুষ মাওলানা ফরিদউদ্দিন মাসুদের খুব কাছের-স্নেহ ভাজন
২. এবং সে চরমোনাইর পীর সাহেবের ও কাছের লোক
এই ২ টি তথ্য রেজাউল করিম আবরারের কার্যক্রম/গতিবিধি বুঝতে আপনাদের সহযোগিতা করবে।
ব্যক্তি মাওলানা রেজাউল করিম কে নিয়ে আমাদের কোনো কথা নেই ; সে যেই রাজনীতিকে প্রতিনিধিত্ব করছে আমাদের চোখ সেখানে।
সাহাবায়ে কেরাম কে আমরা আদর্শ মানি ; সাহাবাদের আদর্শ মানার জন্যই আমাদের সাহাবাদের আদর্শ জীবনী গুলো পড়ানো হয় ;আমরা আমাদের সংগঠনের ভিতরে কোনো সাহাবা বিদ্বেষ লালন করিনা।
কিন্তু
চক্রান্তের অংশ হিসেবে আমরা বার বার বলার পর ও আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে চাচ্ছে তারা একটি রাজনীতির অংশ হিসেবে। সেই রাজনীতি কাদের স্বার্থে ?
এই অপরাজনীতিতে কারা সুবিধাভোগী হবে? ইসলাম বিরোধী শক্তি নিশ্চয়ই
জামায়াতের হারানোর কিছুই ; আমরা ত্যাগের সর্বোচ্চ নমুনা স্থাপন করেছি আল্লাহর সতুষ্টির জন্য। ।
আমাদের ঈমান ও অবিচলতার কারণে আল্লাহ পাকের সাহায্যে তাদের এই অপরাজনীতি অতীতেও ব্যর্থ হয়েছে ; ভবিষতেও ব্যর্থ হবে ইনশাল্লাহ
وَمَكَرُوا۟ وَمَكَرَ ٱللَّهُ وَٱللَّهُ خَيْرُ ٱلْمَـٰكِرِينَ
এই দেশে ফরিদ উদ্দিন মাসুদদের শাহবাগী রাজনীতি বিজয়ী হবে না ; এই কাওমী অঙ্গন ও শাহবাগিরা নিয়ন্ত্রণ নিতে পারবেনা ;
এইখানে নতুন করে আবার জুনাইদ বাবু নগরীদের জন্ম হবে ইনশাআল্লাহ!
-------------------------
0 Comments