Recent Tube

আল কুরআন

                   সূরা যুখরুফ - ৪৩

আয়াত নম্বরঃ ৪১
فَاِمَّا نَذْهَبَنَّ بِكَ فَاِنَّا مِنْهُمْ مُّنْتَقِمُوْنَۙ
আমি যদি তোমাকে লইয়া যাই, তবু আমি উহাদেরকে শাস্তি দিব ;

 আয়াত নম্বরঃ ৪২;
اَوْ نُرِيَنَّكَ الَّذِىْ وَعَدْنٰهُمْ فَاِنَّا عَلَيْهِمْ مُّقْتَدِرُوْنَ
অথবা আমি উহাদেরকে যে শাস্তির ভীতি প্রদর্শন করিয়াছি, আমি তোমাকে তাহা প্রত্যক্ষ করাই, বস্তুত উহাদের উপর আমার তো পূর্ণ ক্ষমতা রহিয়াছে।

আয়াত নম্বরঃ ৪৩;
فَاسْتَمْسِكْ  بِالَّذِىْۤ اُوْحِىَ اِلَيْكَ‌ ۚ اِنَّكَ عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
সুতরাং তোমার প্রতি যাহা ওহী করা হইয়াছে তাহা দৃঢ় ভাবে অবলম্বন কর। তুমি সরল পথেই রহিয়াছ।

 আয়াত নম্বরঃ ৪৪;
وَاِنَّهٗ لَذِكْرٌ  لَّكَ وَلِقَوْمِكَ‌ ۚ وَسَوْفَ تُسْـَٔـلُوْنَ
কুরআন তো তোমার ও তোমার সম্প্রদায়ের জন্য সম্মানের বস্তু ; তোমাদেরকে অবশ্যই এ বিষয়ে প্রশ্ন করা হইবে।

 আয়াত নম্বরঃ ৪৫;
وَسْـــَٔلْ مَنْ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رُّسُلِنَاۤ اَجَعَلْنَا مِنْ دُوْنِ الرَّحْمٰنِ اٰلِهَةً يُّعْبَدُوْنَ
 তোমার পূর্বে আমি যে সকল রাসূল প্রেরণ করিয়াছিলাম তাহাদেরকে তুমি জিজ্ঞাসা কর, আমি কি দয়াময় আল্লাহ্ ব্যতীত কোন দেবতা স্থির করিয়াছিলাম যাহার 'ইবাদত করা যায়?




Post a Comment

0 Comments