Recent Tube

আল কুরআন।

                   সূরা যুখরুফঃ ৪৩, 

 আয়াত নম্বরঃ ৭৬
আমি উহাদের প্রতি জুলুম করি নাই, বরং উহারা নিজেরাই ছিল জালিম।
وَمَا ظَلَمْنٰهُمْ وَ لٰـكِنْ كَانُوْا هُمُ الظّٰلِمِيْنَ

  আয়াত নম্বরঃ ৭৭;
وَنَادَوْا يٰمٰلِكُ لِيَقْضِ عَلَيْنَا  رَبُّكَ‌ؕ قَالَ اِنَّكُمْ مّٰكِثُوْنَ
 উহারা চিৎকার করিয়া বলিবে, 'হে মালিক, তোমার প্রতিপালক যেন আমাদেরকে নিঃশেষ করিয়া দেন।' সে বলিবে, 'তোমরা তো এইভাবেই থাকিবে।'

 আয়াত নম্বরঃ ৭৮;
لَقَدْ جِئْنٰكُمْ بِالْحَـقِّ وَلٰـكِنَّ  اَكْثَرَكُمْ لِلْحَقِّ كٰرِهُوْنَ
আল্লাহ্ বলিবেন, 'আমি তো তোমাদের নিকট সত্য পৌঁছাইয়াছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই ছিল সত্য বিমুখ।'

 আয়াত নম্বরঃ ৭৯;
اَمْ اَبْرَمُوْۤا اَمْرًا فَاِنَّا مُبْرِمُوْنَ‌ۚ
 উহারা কি কোন ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে? বরং আমিই তো চূড়ান্ত সিদ্ধান্তকারী।

  আয়াত নম্বরঃ ৮০;
اَمْ يَحْسَبُوْنَ اَنَّا لَا نَسْمَعُ سِرَّهُمْ وَنَجْوٰٮهُمْ‌ؕ بَلٰى وَرُسُلُنَا لَدَيْهِمْ  يَكْتُبُوْنَ
 উহারা কি মনে করে যে, আমি উহাদের গোপন বিষয় ও মন্ত্রণার খবর রাখি না? অবশ্যই রাখি। আমার ফিরিশতাগণ তো উহাদের নিকট থাকিয়া সবকিছু লিপিবদ্ধ করে।






Post a Comment

0 Comments