কাবিন করলেই কি যুবক- যুবতীর একসাথে কোথাও ঘুরতে যাওয়া, একে অপরকে স্পর্শ করা, কিংবা একে অপরের সাথে নির্জনতা অবলম্বন করা বৈধ ?
প্রশ্ন :
শাইখ একজন বোন প্রশ্ন করেছে তার বিয়ে হবে শুধু কাবিন হবে। মানে রেজিস্ট্রি ৷ কিন্তু কবুল বলানো হবে না। তাহলে এখন কাবিন করালে কি তারা নির্জনে দেখা সাক্ষাত করা, কথা বলা, হাত ধরা এসব করতে পারবে? এসব করা কি জায়েজ হবে?
উত্তর:
বিয়ের আকদ তথা ইসলামী শরিয়ত মোতাবেক কনের অভিভাবকের সম্মতি সাপেক্ষে দুইজন সাক্ষীর উপস্থিতিতে মৌখিক ভাবে ইজাব (প্রস্তাব) ও কবুল (গ্রহণ) ছাড়া বিয়ে সংঘটিত হবে না।
সুতরাং এর পূর্বে বিবাহ ইচ্ছুক যুবক-যুবতীর একে অপরের সাথে নির্জনতা অবলম্বন করা, বাইরে ঘুরতে যাওয়া, ছেলের সামনে বেপর্দা হওয়া, পরস্পরের হাত বা শরীর স্পর্শ করা, স্বামী-স্ত্রীর মত কোন ধরনের আচরণ ও কথাবার্তা বলা ইত্যাদি কোন কিছুই জায়েজ নয়।
এমনকি দেশের আইন অনুযায়ী আকদ-এর পূর্বে কাবিননামা লেখাও সিদ্ধ নয়। কেননা কাবিননামা হল, বিয়ে সম্পন্ন হওয়ার সরকারি দলিল মাত্র।
সুতরাং যেখানে এখনো বিয়েই সংঘটিত হয়নি সেখানে দলিল কীভাবে গ্রহণযোগ্য হতে পারে? এমনও হতে পারে যে, যে কোন কারনে বিয়ে ভেঙ্গে যাবে।
সে কারণে আইনজীবীগণ আকদের পূর্বে কাবিননামায় স্বাক্ষর করতে নিষেধ করেন।
🔸হানাফি মুফতি মাহমুদ হাসান 'কাবিননামা পূরণে প্রচলিত ভুলভ্রান্তি' শীর্ষক প্রবন্ধে লিখেছেন, "ভুল ২ : মুখে কবুল না বলিয়ে কাবিননামায় বর-কনের স্বাক্ষর নেওয়া:
অনেক সময় মুখে ইজাব-কবুল না পড়িয়ে এফিডেভিট বা নিকাহনামায় বর-কনের স্বাক্ষর নেওয়ার মাধ্যমে বিবাহ সম্পন্ন করা হয়। বিশেষ করে কোর্টম্যারেজের ক্ষেত্রে এটা হয়ে থাকে। আবার ইজাব-কবুল হলেও শরিয়তসম্মত পন্থায় উচ্চারণ হয় না।
এ ধরনের এফিডেভিট বা কাবিন দ্বারা বিয়ে শুদ্ধ হবে না। বিয়ে শুদ্ধ হওয়ার জন্য সঠিকভাবে মুখে ইজাব-কবুল পড়ানো অন্যতম শর্ত। (রদ্দুল মুহতার ৩/১২, ফাতাওয়ায়ে হক্কানিয়া ৪/৩১৫)
[kalerkantho.com]
উত্তর প্রদানে :
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার,
সৌদি আরব।
#abdullahilhadi
#সংক্ষিপ্তপ্রশ্নোত্তর
0 Comments