Recent Tube

আল কুরআন।

                    সূরা যুখরুফঃ ৪৩, 

আয়াত নম্বরঃ ৮১;
قُلْ اِنْ كَانَ لِلرَّحْمٰنِ وَلَدٌ  ۖ فَاَنَا اَوَّلُ الْعٰبِدِيْنَ
বল, 'দয়াময় আল্লাহ্‌র কোন সন্তান থাকিলে আমি হইতাম তাহার উপাসকগণের অগ্রণী;

'আয়াত নম্বরঃ ৮২;
سُبْحٰنَ رَبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ رَبِّ الْعَرْشِ عَمَّا يَصِفُوْنَ
উহারা যাহা আরোপ করে তাহা হইতে আকাশমণ্ডলী ও পৃথিবীর অধিপতি এবং আরশের অধিকারী পবিত্র মহান।'

 আয়াত নম্বরঃ ৮৩;
فَذَرْهُمْ يَخُوْضُوْا وَيَلْعَبُوْا حَتّٰى يُلٰقُوْا يَوْمَهُمُ الَّذِىْ يُوْعَدُوْنَ
 অতএব উহাদেরকে যে দিবসের কথা বলা হইয়াছে তাহার সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত তুমি উহাদেরকে বাক-বিতণ্ডা ও ক্রীড়া-কৌতুক করিতে দাও।

 আয়াত নম্বরঃ ৮৪;
وَهُوَ الَّذِىْ فِى السَّمَآءِ اِلٰـهٌ وَّفِى الْاَرْضِ اِلٰـهٌ‌ ؕ وَهُوَ الْحَكِيْمُ الْعَلِيْمُ
তিনিই ইলাহ্ নভোমণ্ডলে, তিনিই ইলাহ্ ভূমণ্ডলে এবং তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।

 আয়াত নম্বরঃ ৮৫;
وَتَبٰـرَكَ الَّذِىْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا‌  ۚ وَعِنْدَهٗ عِلْمُ السَّاعَةِ‌  ۚ وَاِلَيْهِ تُرْجَعُوْنَ
 কত মহান তিনি, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর সার্বভৌম অধিপতি! কিয়ামতের জ্ঞান কেবল তাঁহারই আছে এবং তাঁহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে।







Post a Comment

0 Comments