Recent Tube

আল কুরআন।

 

                             সূরা যুখরুফ- ৪৩, 
  
আয়াত নম্বরঃ ৮৬
وَلَا يَمْلِكُ الَّذِيْنَ  يَدْعُوْنَ مِنْ دُوْنِهِ الشَّفَاعَةَ اِلَّا مَنْ شَهِدَ بِالْحَـقِّ وَهُمْ  يَعْلَمُوْنَ

আল্লাহ্‌র পরিবর্তে উহারা যাহাদেরকে ডাকে, সুপারিশের ক্ষমতা তাহাদের নাই, তবে যাহারা সত্য উপলব্ধি করিয়া উহার সাক্ষ্য দেয়, তাহারা ব্যতীত।

 আয়াত নম্বরঃ ৮৭;
وَلَٮِٕنْ سَاَلْـتَهُمْ مَّنْ خَلَقَهُمْ لَيَقُوْلُنَّ اللّٰهُ‌ فَاَنّٰى  يُؤْفَكُوْنَۙ
 যদি তুমি উহাদেরকে জিজ্ঞাসা কর, কে উহাদেরকে সৃষ্টি করিয়াছে, উহারা অবশ্যই বলিবে, 'আল্লাহ্' তবুও উহারা কোথায় ফিরিয়া যাইতেছে?

 আয়াত নম্বরঃ ৮৮;
وَقِيْلِهٖ يٰرَبِّ اِنَّ هٰٓؤُلَاۤءِ قَوْمٌ لَّا يُؤْمِنُوْنَ‌ۘ
আমি অবগত আছি রাসূলের এই উক্তি: 'হে আমার প্রতিপালক! এই সম্প্রদায় তো ঈমান আনিবে না।'

 আয়াত নম্বরঃ ৮৯;
فَاصْفَحْ عَنْهُمْ وَقُلْ سَلٰمٌ‌ؕ فَسَوْفَ يَعْلَمُوْنَ
সুতরাং তুমি উহাদেরকে উপেক্ষা কর এবং বল, 'সালাম'; উহারা শীঘ্রই জানিতে পারিবে।



Post a Comment

0 Comments