Recent Tube

মহিলাদের কুরবানির বিধান : আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।


 মহিলাদের কুরবানির বিধান :

প্রশ্ন :
মহিলাদের উপর কি কুরবানি জায়েজ? এ বিষয়ে বিস্তারিত জানতে চাই।

উত্তর :
কুরবানি করার বিধান নারী-পুরুষ সকলের জন্যই সমান। যার সামর্থ্য আছে সে কুরবানি দিবে। এতে সওয়াব রয়েছে। 
সুতরাং কোন মহিলার যদি কুরবানি দেওয়ার সামর্থ্য থাকে সে আলাদাভাবে কুরবানি দিতে পারে। স্বামীর সামর্থ্য থাকলে স্বামী কুরবানি দিবে। অনুরূপভাবে স্ত্রীর যদি কুরবানি দেওয়ার মতো নিজস্ব অর্থ-সম্পদ থাকে তাহলে সে আলাদাভাবে দিবে।
অধিকাংশ আলেমের মতে কুরবানি করা সুন্নতে মুয়াক্কাদা বা গুরুত্বপূর্ণ সুন্নত।
সুতরাং কুরবানি না দিলে গুনাহ না থাকলেও সামর্থ্য থাকার পরে ইচ্ছাকৃতভাবে কুরবানি করা থেকে বিরত থাকা অনুচিত।

আর‌ও পড়ুন :

*কুরবানী দেয়া ওয়াজিব নয়; সুন্নতে মুআক্কাদাহ*

https://m.facebook.com/story.php?story_fbid=545439995875550&id=235040300248856&mibextid=Nif5oz
------------------------- 
উত্তর প্রদানে :
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব। 
#abdullahilhadi 
#সংক্ষিপ্ত_প্রশ্নোত্তর

Post a Comment

0 Comments