সূরা দূখান: ৪৪,
আয়াত নম্বরঃ ২৩;
فَاَسْرِ بِعِبَادِىْ لَيْلًا اِنَّكُمْ مُّتَّبَعُوْنَۙ
আমি বলিয়াছিলাম, 'তুমি আমার বান্দাদেরকে লইয়া রজনীযোগে বাহির হইয়া পড়, তোমাদের পশ্চাদ্ধাবন করা হইবেই।'
আয়াত নম্বরঃ ২৪;
وَاتْرُكِ الْبَحْرَ رَهْوًاؕ اِنَّهُمْ جُنْدٌ مُّغْرَقُوْنَ
সমুদ্রকে স্থির থাকিতে দাও, উহারা এমন এক বাহিনী যাহা নিমজ্জিত হইবেই।
আয়াত নম্বরঃ ২৫;
كَمْ تَرَكُوْا مِنْ جَنّٰتٍ وَّعُيُوْنٍۙ
উহারা পশ্চাতে রাখিয়া গিয়াছিল কত উদ্যান ও প্রস্রবণ;
আয়াত নম্বরঃ ২৬:
وَّزُرُوْعٍ وَّمَقَامٍ كَرِيْمٍۙ
কত শস্যক্ষেত্র ও সুরম্য প্রাসাদ,
0 Comments