হারুননামা ১ পড়ুন (ক্যাপশনে)
হারুননামা ২ পড়ুন (ছবিতে)
হারুন নামা হৃদয়বিদারক রাত -১
-----------------------------------------------
রমজানের মাঝামাঝি সময় আমাকে একের পর এক রি মা ন্ডে নিচ্ছে এক থানা থেকে অন্য থানায়!
সিরিয়াল পড়ল তেজগাঁও থানায় বিকেল ৫টা হঠাৎ এসআই শোয়েব আসল আমার শরীরের মাপ নিচ্ছে কাপড় বানালে দর্জি যেমন মাপ নেয়!
আমি কিছুই বুঝতেছিলাম না তবে মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে কেন মাপ নিল..?
বুঝে আসল রাত ১২টার দিকে, মামলার আয়ু শোয়েব বলল হুজুর লকাপ থেকে বের হয়ে আসেন এক যায়গায় যেতে হবে আমি ত অবাক এত রাতে কোথায় নিয়ে যাচ্ছে.?
তেজগাঁও থানার সামনে থেকে গাড়িতে উঠানো হল সাথে গাড়িতে ওসি তদন্ত (শাহ আলম)বাড়ি নেত্রকোনা মদনপুর এসআই শোয়েব ও গাড়ির ড্রাইভার নাম মনে নেই!
চোখের সামনে কাপড় বেঁধে দিল কোথায় নিয়ে যাচ্ছে বুঝার উপায় নেই কিছুক্ষণ পর মানুষের হই হুল্লোড় শুনে বুঝতে পারলাম কাওরান বাজার জ্যামের কারনে গাড়ি অন্য দিকে ঘুরিয়ে নেওয়া হল!
গাড়ি থামল জোড় করে আমার পাঞ্জাবী খোলা হল লুঙ্গি খোলা হল আমার মাপের একটা শার্ট এবং প্যান্ট পরানো হল তখন বুঝতে পারলাম কেন দিনের বেলা মাপ নেওয়া হয়েছিল!
গাড়ি থেকে আমাকে শার্ট প্যান্ট পরা অবস্থায় ধরে ধরে নামানো হল চোখ খুলে নিজেকে একটা লাল বোরকা পরহিত মেয়ের কাছে আবিষ্কার করলাম!
0 Comments