আমি হযরত উমার (রাঃ) কে দেখিনি তবে ডা. শফিকুর রহমান (হাফিঃ) কে দেখেছি:
------------------------------------------------------------
আমীরুল মু'মিনীন খলিফাতুল মুসলিমীন হযরত উমার (রাঃ) ছিলেন রাসুলুল্লাহ (ﷺ) এর অন্যতম যোগ্য উত্তরসূরী। যার সম্পর্কে স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ
لَوْ كَانَ بَعْدِي نَبِيٌّ لَكَانَ عُمَرَ بْنَ الْخَطَّابِ
আমার পরবর্তীতে কেউ নাবী হলে অবশ্যই উমার ইবনুল খাত্তাবই নাবী হত। (জামে তিরমিযী হাঃ ৩৬৮৬; সহীহাহ হাঃ ৩২৭)।
খিলাফতের দায়িত্ব পাওয়ার পর আমীরুল মু'মিনীন খলিফাতুল মুসলিমীন হযরত উমার (রাঃ) বলেন,
لو عثرت بغلة في طريق العراق لسألني الله عنها لم لم تصلح لها الطريق يا عمر؟ "
ইরাকেরও রাস্তায় যদি চলতে গিয়ে কোনো খচ্চর হোছট খায়, সে জন্য (কিয়ামতের দিন) আল্লাহ তা'য়ালা আমাকে প্রশ্ন করবেন, হে উমার! কেন তুমি চলার জন্য রাস্তাটি সমান করে দিলে না? (হিলয়াতুল আউলিয়া ১/৫৩)
তিনি কতটা উম্মাহ দরদী ছিলেন, দেশ ও জাতির জন্য তিনি কতটা নিবেদিতপ্রাণ ছিলেন এবং তাঁর হৃদয়ে কতটা আল্লাহর নিকট জবাবদিহিতার ভয় ছিল, তা তাঁর এ উক্তির মাধ্যমে প্রকাশ পেয়েছে। আমি হযরত উমার (রাঃ) এর ইতিহাস পড়েছি কিন্তু তাঁকে দেখিনি। তবে মুহতারাম আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান (হাফিঃ) কে দেখেছি। আমীরে জামায়াত দেশের রাষ্ট্রীয় কোনো পদে যাননি তারপরও তিনি নিজেই যেন গোটা দেশে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। এই মহান মানুষটাকে নিয়ে আমি প্রথম থেকেই অভিভূত। তার মতো বুদ্ধিবৃত্তিক কাজ, ধৈর্য, সহনশীলতা, বাচনভঙ্গি, উপস্থিত বুদ্ধি, মহানুভবতা, নম্রতা, বিনয়ভাব, যোগ্য সংগঠক এ যুগে দ্বিতীয় আরেক জন দেখছি না। যার সুন্দর আচার-আচরণ ও ভালোবাসায় মানুষ মুগ্ধ হয়ে যাচ্ছেন। যেখানেই মজলুম ও অসহায় মানুষ, সেখানে তিনি। তিনি ঘোষণা দিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যত মানুষ নিহত হয়েছেন, তিনি সবার পরিবারের কমপক্ষে ১,০০,০০০ টাকা প্রদান করবেন এবং আহত ভাইদের চিকিৎসা সেবার প্রদানে সহায়তা করবেন। ইতিমধ্যে তিনি হাজার হাজার পরিবারের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ২০ হাজার, ৫০ হাজার, ১ লাখ, ২ লাখ, ৫ লাখ এমনকি কোনো পরিবারে ৬ লাখ পর্যন্ত নগদ টাকা প্রদান করেন এবং অনেক পরিবারে দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন।
আমীরুল মু'মিনীন খলিফাতুল মুসলিমীন হযরত উমার (রাঃ) যেমন এক মহিলা ও তার সন্তানদের না খেয়ে থাকার ঘটনা জানতে পেরে আটার বস্তা কাঁধে নিয়ে ছুটে গিয়েছিলেন, তেমনি সাম্প্রতিক বন্যার খবর পেয়ে জরুরী মিটিং স্থগিত করে আমীরে জামায়াত তাঁর টিম নিয়ে ছুটে গেছেন বন্যার্ত লোকদের পাশে দাড়াতে, তাদের সাহায্য ও সহযোগিতা করতে। সেখানে গিয়ে তিনি বলেন, "আপনারা হয়তো শুনে থাকবেন আমরা রিলিফ দিতে এসেছি! না আমরা রিলিফ দিতে আসেনি। আপনারা যদি আমাদের ভাই ও বোন হন, তাহলে আপনাদের বাড়িতে বেড়াতে এসেছি, আসার সময় হাতে করে কিছু হাদিয়া নিয়ে এসেছি!" 💗
তাই বলব, আমি আমীরুল মু'মিনীন খলিফাতুল মুসলিমীন হযরত উমার (রাঃ) কে দেখিনি তবে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান (হাফিঃ) দেখেছি, যিনি রাষ্ট্রের দায়িত্ব না পেয়েও দেশ ও জাতির দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। আমরা বিশ্বাস করি, এ জাতি যদি তাকে রাষ্ট্রের দায়িত্ব দেয়, তাহলে তাঁর দায়িত্ব পালনে এ জাতি সন্তুষ্ট ও মুগ্ধ হবে, ইনশাআল্লাহ!
0 Comments