Recent Tube

ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সিলেট মহানগরী জামায়াত। এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সিলেট মহানগরী জামায়াত।

অতীতের ন্যায় সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ
Ahsanul Mahboob Zubair 

 ৭ আগস্ট বুধবার সিলেট নগরীর হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও আশ্রম পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি নগরীর বিভিন্ন এলাকার ভিন্ন ধর্মাবলম্বীদের জান-মাল ও উপাসনলায়ের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন এবং জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তিকে পাশে থাকার ব্যাপারে আশ্বস্ত করেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট অঞ্চল টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগরী নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, পূণ্যভূমি সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির গৌরবোজ্জল অতীত রয়েছে। এখানে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে জীবন-যাপন ও ধর্ম-কর্ম পালন করে আসছে। জামায়াত মুসলমানদের পাশাপাশি সকল সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যান্য ধর্মাবলম্বীদের জান মালের নিরাপত্তা দেয়া আমাদের ইবাদতের অংশ।

 স্বৈরাচারী শেখ হাসিনার ফ্যাসীবাদী সরকারের পতন পরবর্তী এই উদ্ভূত পরিস্থিতিতে কোন স্বার্থান্বেসী মহল যাতে আমাদের ঐতিহ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের জান-মাল ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সক্রিয় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Post a Comment

0 Comments