ইসলামের দৃষ্টিতে খুনী হাসিনা এবং তার সহযোগীদের ভয়ঙ্কর পরিণতি:
--------------------------------------------------------------
মানুষের উপর অন্যায়-অত্যাচার ও জুলুম-নির্যাতন করা, ফিতনা ফাসাদ অশান্তি সৃষ্টি করা ভয়ঙ্করতম কবীরা গুনাহ্। তবে উক্ত গুনাহ আরো ভয়ঙ্কর ও মহাপাপ বলে বিবেচিত হয় যখন তা নির্বিচারে গণহারে মানুষ হত্যা করা হয়। যারা এসব কাজ করে বা এসব কাজের সঙ্গে যারা জড়িত, যারা ইন্ধনদাতা, তাদের সবাইকেই আখেরাতে কঠিন আযাবের মুখোমুখি হতে হবে। মহান আল্লাহ তা'য়ালা বলেন,
إِنَّمَا السَّبِيلُ عَلَى الَّذِينَ يَظْلِمُونَ النَّاسَ وَيَبْغُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ ۚ أُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ.
নিশ্চয় তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে, যারা মানুষের উপর জুলুম নির্যাতন করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে সীমালঙ্ঘন করে বেড়ায়। তাদের জন্য রয়েছে জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব। (সূরা শুরা ৪২/৪২)
আল্লাহ্ তা‘আলা আরো বলেন,
«وَمَنْ يَّقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَآؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيْهَا وَغَضِبَ اللهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيْمًا»
‘‘আর যে ব্যক্তি স্বেচ্ছায় কোন মু’মিনকে হত্যা করে তার শাস্তি হবে জাহান্নাম। তার মধ্যে সে সদা সর্বদা স্থায়ী ভাবে থাকবে এবং আল্লাহ্ তা‘আলা তার প্রতি ক্রদ্ধ হবেন ও তাকে অভিশাপ দিবেন এবং তিনি তার জন্য জাহান্নামে প্রস্ত্তত রেখেছেন মহা শাস্তি’’। (সূরা নিসা ৪/৯৩)
আল্লাহ্ তা‘আলা নিজ বান্দাহ্দের গুণ-বৈশিষ্ট্য বর্ণনা দিতে গিয়ে বলেন,
«وَالَّذِيْنَ لَا يَدْعُوْنَ مَعَ اللهِ إِلَهًا آخَرَ، وَلَا يَقْتُلُوْنَ النَّفْسَ الَّتِيْ حَرَّمَ اللهُ إِلاَّ بِالْـحَقِّ، وَلَا يَزْنُوْنَ، وَمَنْ يَّفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا، يُضَاعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيَامَةِ وَيَخْلُدْ فِيْهِ مُهَانًا»
‘‘আর যারা আল্লাহ্ তা‘আলার পাশাপাশি অন্য কোন উপাস্যকে ডাকে না। আল্লাহ্ তা‘আলা যাকে হত্যা করতে নিষেধ করেছেন যথার্থ (শরীয়ত সম্মত) কারণ ছাড়া তাকে হত্যা এবং ব্যভিচার করে না। যারা এগুলো করবে তারা অবশ্যই শাস্তি ভোগ করবে। কিয়ামতের দিন তাদেরকে দ্বিগুণ শাস্তি দেয়া হবে এবং তারা ওখানে চিরস্থায়ীভাবে লাঞ্ছিতাবস্থায় থাকবে। (সূরা ফুরকান ২৫/৬৮-৬৯)
মানব হত্যা এমন এক ভয়ঙ্কর অপরাধ কিয়ামতের দিন সর্বপ্রথম যার বিচার করা হবে। আব্দুল্লাহ্ বিন্ মাস্ঊদ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন: নবী (ﷺ) ইরশাদ করেন,
أَوَّلُ مَا يُقْضَى بَيْنَ النَّاسِ يَوْمَ الْقِيَامَةِ فِيْ الدِّمَاءِ.
‘‘কিয়ামতের দিন মানবাধিকার সম্পর্কিত সর্বপ্রথম হিসাব হবে রক্তের’’। (সহীহ বুখারী হাঃ ৬৫৩৩, ৬৮৬৪; সহীহ মুসলিম হাঃ ১৬৭৮; ইবনে মাজাহ হাঃ ২৬৬৪, ২৬৬৬)
কিয়ামতের দিন হত্যার পাপ আল্লাহ তা'য়ালা মাফ করবেন না। রাসুলুল্লাহ (ﷺ) বলেন,
كُلُّ ذَنْبٍ عَسَى اللهُ أَنْ يَّغْفِرَهُ إِلاَّ الرَّجُلُ يَمُوْتُ كَافِرًا، أَوِ الرَّجُلُ يَقْتُلُ مُؤْمِنًا مُتَعَمِّدًا.
‘‘প্রতিটি গুনাহ্ আশা করা যায় আল্লাহ্ তা‘আলা তা ক্ষমা করে দিবেন। তবে দু’টি গুনাহ্ যা আল্লাহ্ তা‘আলা ক্ষমা করবেন না। আর তা হচ্ছে, কোন মানুষ কাফির অবস্থায় মৃত্যু বরণ করলে অথবা ইচ্ছাকৃত কেউ কোন মু’মিনকে হত্যা করলে’’। (সুনান নাসায়ী হাঃ ৩৯৮৪; আহমাদ হাঃ ১৬৯০৭; মুস্তাদরাক হাকীম ৪/৩৫১)
আব্দুল্লাহ্ বিন্ ‘আববাস্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: নবী (ﷺ) ইরশাদ করেন:
يَجِيْءُ الْمَقْتُوْلُ بِالْقَاتِلِ يَوْمَ الْقِيَامَةِ ؛ نَاصِيَتُهُ وَرَأْسُهُ بِيَدِهِ، وَأَوْدَاجُهُ تَشْخَبُ دَمًا، يَقُوْلُ: يَا رَبِّ! هَذَا قَتَلَنِيْ، حَتَّى يُدْنِيَهُ مِنَ الْعَرْشِ، قَالَ: فَذَكَـرُوْا لِابْنِ عَبَّاسٍ التَّوْبَةَ، فَتَلَا هَذِهِ الْآيَةَ: «وَمَنْ يَّقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَآؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيْهَا وَغَضِبَ اللهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيْمًا» قَالَ: مَا نُسِخَتْ هَذِهِ الْآيَةُ، وَلَا بُدِّلَتْ، وَأَنَّى لَهُ التَّوْبَةُ؟!.
‘‘নিহত ব্যক্তি হত্যাকারীকে সঙ্গে নিয়ে কিয়ামতের দিন আল্লাহ্ তা‘আলার সামনে উপস্থিত হবে। হত্যাকৃত ব্যক্তির মাথা তার হাতেই থাকবে। শিরাগুলো থেকে তখন রক্ত পড়বে। সে আল্লাহ্ তা‘আলাকে উদ্দেশ্য করে বলবে: হে আমার প্রভু! এ ব্যক্তি আমাকে হত্যা করেছে। এমনকি সে হত্যাকারীকে আরশের অতি নিকটেই নিয়ে যাবে। শ্রোতারা ইবনে ‘আববাস্ (রাঃ) কে উক্ত হত্যাকারীর তাওবা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি উপরোক্ত সূরাহ নিসা’র আয়াতটি তিলাওয়াত করে বললেন: উক্ত আয়াত রহিত হয়নি। পরিবর্তনও হয়নি। অতএব তার তাওবা কোন কাজেই আসবে না’’। (জামে তিরমিযী হাঃ ৩০২৯; সুনান নাসায়ী হাঃ ৪৮৬৬; ইবনে মাজাহ হাঃ ২৬৭০)
মানুষ হত্যা আল্লাহর নিকট কত বড় অপরাধ নিম্নোক্ত হাদীস থেকেও তার ধারণা লাভ করা যায়। আব্দুল্লাহ্ বিন্ ‘আমর (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: নবী (ﷺ) ইরশাদ করেন:
لَزَوَالُ الدُّنْيَا أَهْوَنُ عَلَى اللهِ مِنْ قَتْلِ رَجُلٍ مُسْلِمٍ.
‘‘আল্লাহ্ তা‘আলার নিকট পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া অধিকতর সহজ একজন মুসলিম হত্যা অপেক্ষা’’। (জামে তিরমিযী হাঃ ১৩৯৫; সুনান নাসায়ী হাঃ ৩৯৮৭; ইব্নু মাজাহ হাঃ ২৬৬৮)
মহান আল্লাহ্ তা‘আলা বলেন:
«مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِيْ الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيْعًا، وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيْعًا»
’’যে ব্যক্তি কোন ব্যক্তিকে হত্যার বিনিময় অথবা ভূপৃষ্ঠে ফাসাদ সৃষ্টির হেতু ছাড়া অন্যায়ভাবে হত্যা করলো সে যেন সকল মানুষকেই হত্যা করলো। আর যে ব্যক্তি কাউকে অবৈধ হত্যাকান্ড থেকে রক্ষা করলো সে যেন সকল মানুষকেই রক্ষা করলো’’। (সূরা মা’য়িদাহ্ ৫/৩২)
আল্লাহ্ তা‘আলা শুধুমাত্র এক ব্যক্তির হত্যাকারীকে সকল মানুষের হত্যাকারী বলে আখ্যায়িত করেছেন। এবং পুরো বিশ্ব ধ্বংসের চেয়ে একজন ব্যক্তিকে হত্যা করা অধিক গুরুতর অপরাধ বলে হাদীসে বর্ণিত হয়েছে। তাহলে ভেবে দেখুন, যেই খুনী হাসিনা রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করে অসংখ্য অগণিত মানুষের উপর নির্মম নির্যাতন করেছে পুলিশ, RAB সহ বিভিন্ন অস্ত্রধারী বাহিনী দিয়ে গণহত্যা চালিয়েছে সেই খুনী হাসিনা কত বড় অপরাধী। কিয়ামতের দিন তার কত কঠিন শাস্তি দেওয়া হবে, ভাবতেও শরীর শিহরিত হয়। খুনী হাসিনার নির্দেশে যারা এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে বা এসব কাজের সঙ্গে যারা জড়িত, যারা ইন্ধনদাতা ও সমর্থনকারী ছিল তাদের সবাইকেই আখেরাতে কঠিন আযাবের মুখোমুখি হতে হবে।
আবূ সা’ঈদ ও আবূ হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তাঁরা বলেন: রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন:
لَوْ أَنَّ أَهْلَ السَّمَاءِ وَأَهْلَ الْأَرْضِ اشْتَرَكُوْا فِيْ دَمِ مُؤْمِنٍ لَأَكَبَّهُمُ اللهُ فِيْ النَّارِ.
‘‘যদি আকাশ ও পৃথিবীর সকলে মিলেও কোন মু’মিন হত্যায় অংশ গ্রহণ করে তবুও আল্লাহ্ তা‘আলা তাদের সকলকে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন’’। (জামে তিরমিযী হাঃ ১৩৯৮)
এতো জুলুম নির্যাতন, গুম খুনের পরেও আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা খুনী হাসিনার সন্ত্রাসী ও মাফিয়া লীগকে নিষিদ্ধের পক্ষে কথা না বলে সন্ত্রাসী দল খুনীদের পুনর্বাসনের পক্ষে কথা বলছেন, তাদের নিকট আমাদের প্রশ্ন- আর কত মায়ের বুক খালি করলে, আর কত শত অগণিত নিরীহ মানুষ হত্যা করলে আ'লীগকে সন্ত্রাসী দল হিসাবে নিষিদ্ধ করা হবে? জনগণের মুখোমুখি না হলেও কিয়ামতের দিন আল্লাহর সামনে দাড়িয়ে জবাব দেওয়ার জন্য নয়তো খুনী হাসিনার সাথে হাশর করার প্রস্তুতি নেন।
0 Comments