Recent Tube

জনৈক ভদ্রলোকের দু’জন স্ত্রী। তার জীবদ্দশায় প্রথমা স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে মারা যায়। ঐ ব্যক্তি প্রথমা স্ত্রীর পৈতৃক সূত্রে পাওয়া (জমি) সম্পদ থেকে কিছু সম্পদ মীরাছ হিসাবে পেয়েছেন। এক্ষণে ঐ ব্যক্তি মৃত্যুকালে প্রথমা স্ত্রীর এক ছেলে, এক মেয়ে সহ দ্বিতীয় পক্ষের স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে মারা যান। প্রশ্ন হচ্ছে প্রথমা স্ত্রী থেকে প্রাপ্ত সম্পদ কি শুধুমাত্র প্রথমা স্ত্রীর সন্তানেরা পাবে নাকি দ্বিতীয় পক্ষের স্ত্রী, সন্তানরাও পাবে?

আত তাহরীক মূলপাতা > সেপ্টেম্বর ২০২৫ > প্রশ্নোত্তর:
প্রশ্ন (৩১/৪৭১) : জনৈক ভদ্রলোকের দু’জন স্ত্রী। তার জীবদ্দশায় প্রথমা স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে মারা যায়। ঐ ব্যক্তি প্রথমা স্ত্রীর পৈতৃক সূত্রে পাওয়া (জমি) সম্পদ থেকে কিছু সম্পদ মীরাছ হিসাবে পেয়েছেন। এক্ষণে ঐ ব্যক্তি মৃত্যুকালে প্রথমা স্ত্রীর এক ছেলে, এক মেয়ে সহ দ্বিতীয় পক্ষের স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে মারা যান। প্রশ্ন হচ্ছে প্রথমা স্ত্রী থেকে প্রাপ্ত সম্পদ কি শুধুমাত্র প্রথমা স্ত্রীর সন্তানেরা পাবে নাকি দ্বিতীয় পক্ষের স্ত্রী, সন্তানরাও পাবে?*

উত্তর : 
মাইয়েতের রেখে যাওয়া সম্পদ তার ওয়ারিছদের সকলেই পাবে। মাইয়েত কোন উৎস থেকে সম্পদ লাভ করেছিলেন সেটা ধর্তব্য নয়। কোন ব্যক্তি যখন মৃত স্ত্রীর মীরাছ হিসাবে কোন সম্পত্তি প্রাপ্ত হন তখন তা পুরোপুরি তার মালিকানায় চলে আসে। সেজন্য মাইয়েত যে সম্পদ রেখে মারা গেছেন তা প্রথমা স্ত্রীর সন্তানরা এবং দ্বিতীয়া স্ত্রীসহ তার সন্তানরা সকলেই শরী‘আত কর্তৃক নিধারিত অংশ পাবেন। এক্ষেত্রে কোন তারতম্য করা যাবে না। রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি সম্পদ রেখে মারা যায়, তা তার ওয়ারিছদের জন্য’ (বুখারী হা/২২৯৮, ২৩৯৮; মিশকাত হা/৩০৪১)।

Post a Comment

0 Comments