রোমাঁচিত ভালোবাসার মনিকোল।
তুমি পূর্ণিমারাতে চাঁদের আলোয়
দেখা প্রিয়দর্শিনী।
প্রেয়সী আমার
তুমি ঊষার আকাশে
উদিত লাল টুকটুকে সুর্যনগরের
হৃদয় আপ্লুত বিকিরণ।।
তুমি কোন বিলেতি ফিরিংগি,
নরম তুলতুলে, গাল
আর ব্লাক ফ্রেমের
সাদাকালো চশমা পরা
আকাঙ্ক্ষা বিভূষিত
হরিনীর মতো টানা চুখের
প্রেয়সীলতা।
তুমি প্রেম তুমি ভালোবাসা!,
তুমি ভালো লাগা কোন আন্দোলিত
কবিতার বিদ্রোহী কবি।
তুমি হিংসামাঝে, হিংস্রতা বিনাশে।
মাথা উচুকরে যেন বিজয়িনীর
কোন দৃঢ়তার প্রতিচ্ছবি।
তুমি আর কেউ নও
তুমি নয়নাভিরাম
সবুজ শ্যামলিমাময়
গাঢ়-লাল তাজা রক্তে কেনা,
স্বদেশ আমার প্রিয় জন্মভুমি।
আমার জন্ম, বেড়ে উঠা তুমারি তটে।
তুমাতেই যেন অবলীলায়
চিৎকার করে বলে বলে যাই,
আমি তোমাকেই ভালোবাসি,
সোনার চেয়ে দামী
আমার প্রানের বাংলা।।
আমার ভালোবাসা তোমারি জন্যে।।
মু. রুকুনুজ্জামান চৌধুরী।
৬.১.২০১৭
0 Comments