Recent Tube

""বিজলি নিয়ে বিজলামি""মামার উদ্দেশ্যে ভাগিনার কষ্টগাথা হৃদয় কথন।।

""বিজলি নিয়ে বিজলামি
  বিজলিওয়ালাদের ফাজলামি""
  এসব যখন নিত্যসঙ্গী।

এসবে এখন আর হতাশ হইনা, আশ্চর্য হইনা। 
তবে প্রয়াসই কষ্ট হয়। 
অনেক কষ্ট হইলেও এখন আর কিছুই কইনা, কাউকে না।  নিরবে আয়েশে সহ্য করি কারণ আমরা যে মাধ্যম আয়ের দেশ। কানাডা সিঙ্গাপুর যেখানে পিছনে ফেলে  আমরা দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছি সেখানে বিজলি মামার বিজলামি উন্নয়নের রোলমডেল ভাবলে আমি বা আমরা কি আতেল হবো মামা? 
যদি বলেন না তাহলে আসুন মনের সুখে রবীন্দ্রগীতি ধরি, আজি এ বসন্তে এত ফুল ফুঠে,,,,,,? 
উন্নয়নের মহাসড়কে উন্নয়নকালীন ঋতুরজ বসন্তের সাথে এমন বিজলামির তুলনা "আয়াত আলী ছাড়া কেউ বুঝবেনা জানি তার পরেও আপনার চরণে লিখাটি
বি  জ  লি, 
খেদমত
হিসেবে 
রেখে 
দিলাম.। 
মামা ঠাকুর ক্ষনেকালে পূজনীয় হিসেবে এমন বিজলামি গ্রহনে কৃতার্থ করিও বটে।

 মু. রুকুনুজ্জামান চৌধুরী।

Post a Comment

0 Comments