Recent Tube

মওলানা আশরাফ আলী থানভী (রাহঃ) কারামত: মুরীদের পঠিত কালিমা লা-ইলাহা ইল্লাল্লাহু আশরাফ আলী রাসূলুল্লাহ: --- মুহাম্মদ তানজিল ইসলাম।

মওলানা আশরাফ আলী থানভী (রাহঃ) কারামত: মুরীদের পঠিত কালিমা লা-ইলাহা ইল্লাল্লাহু আশরাফ আলী রাসূলুল্লাহ:
------------------------------------------
   একবার মওলানা থানভী (রাহঃ) এর এক মুরীদ নিজের স্বপ্ন তাকে লিখে পাঠান। তা হচ্ছে এই যে-
.
"আমি রাতে স্বপ্নে নিজেকে দেখলাম যে, আমি অনবরত সঠিক পড়ার চেষ্টা করেছি। কিন্তু প্রত্যেক বারই- 'লা-ইলাহা ইল্লাল্লাহু'র পর আশরাফ আলী রাসূলুল্লাহ' মুখ থেকে বের হয়ে যাচ্ছে। এর মধ্যেই আমি স্বপ্ন থেকে জেগে ওঠলাম। কিন্তু শরীরে রীতিমত অসাড়ভাব ছিল এবং শক্তিহীনতাও বিদ্যমান ছিল। কিন্তু জাগ্রত অবস্থায় কালিমার ভুলটা যখন মনে পড়ল তখন বসে পড়লাম এবং পুনরায় অন্য পাশ ফিরে শুয়ে কালিমার ভুলটা সংশোধনে রাসূলুল্লাহ (সা) এর উপরে দরূদ পড়ি। কিন্তু তথাপি আমি বলছি-
'আল্লাহুম্মা সল্লি আলা সাইয়িদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া মওলানা মুহাম্মদ আশরাফ আলী'। 
অথচ আমি জেগেই রয়েছি স্বপ্নে নয়। কিন্তু আমি বেসামাল অসহায়। জিহ্বা আমার আয়ত্তে নেই।"
.
  মুরীদের ঐ চিঠি দেখে মওলানা থানভী লিখে পাঠান:
"এই খাৎরায় সান্ত্বনা ছিল যার দিকে তুমি রুজু করেছ। এটা আল্লাহর মদদে সুন্নাতের অনুসারী।
(রিসালাহ আল-ইমদাদিয়া, পৃষ্ঠাঃ৩৪, ১৩৩৫ হিজরী; তবলীগী জামাআত পৃষ্ঠাঃ২৫-২৬)
.
   ঐ চিঠির ব্যাপারে দারুল উলুম দেওবন্দ ফারিগ আলিম মওলানা সায়্যিদ আহমদ আকবরাবাদী (রাহঃ) বলেনঃ
     মওলানা থানভীর মধ্যে তার ব্যাপারগুলোর ব্যাখ্যাই উপেক্ষা ও ভ্রুক্ষেপ না করার অভ্যাস ছিল। এটা স্পষ্ট যে, ওর সোজা ও পরিষ্কার জবাব ছিল এই যে, এটা কুফুরী কালিমা। শয়তানের ধোঁকা এবং মনেরও ধোঁকা। তুমি এখনই তওবাহ কর এবং ক্ষমা প্রার্থনা কর। কিন্তু মওলানা থানভী শুধু এই বলে তালগোল পাকিয়ে দেন যে, 'আমার প্রতি তোমার অত্যান্ত ভালোবাসা আছে আর এসব ওরই পরিণাম ও ফল।'
(মাসিক বুরহান দিল্লী -১৯৫২ -ফেব্রুয়ারী সংখ্যা)
.
আল্লাহ তা'য়ালা বলেনঃ
.
مُّحَمَّدٌ رَّسُولُ ٱللَّهِۚ  
.
মুহাম্মদ (সা) আল্লাহর রাসূল।
(সূরা ফাতাহঃ২৯)
 -----------------------------------------------
লেখকঃ ইসলামি চিন্তাবিদ গ্রন্থপ্রনেতা ও মাওলানা।         

Post a Comment

0 Comments