Recent Tube

ছন্দে ও গানের কথায় সমাজের প্রতিচ্ছবি ' নুর মুহাম্মদ চৌধূরী (মোবিন)

"এক পাগলের গান""    

দুনিয়াতে খুন আর রাহাজানী-
বাড়ছে তা হু হু করে কেন জানি।
কিয়ামত হবে নাকি এই ক্ষণে,
ভাবি আজ নিরালায় মনে মনে।।

প্রতিদিনই ভোরে পাওয়া পত্রিকায়-
শুধু খুনোখুনি খবরেই ছেয়ে যায়।
তার সাথে তাল রেখে বাকি সব-
অপরাধে সয়লাব জনপদ।
               কিংকর্তব্যবিমূঢ় সব--
               কিংকর্তব্যবিমূঢ় সব।

শোনো ঐ চারিদিকে হাহাকার-
নারী-শিশু, অবলার চিৎকার।
ভূত রূপে এলো বুঝি চেঙ্গীস্।
তাই বেঁচে থাকা পুরোটাই ভাগ্যিস্।

দেখো দূষ্ট লালনে সব জৈষ্টরা আজ-
নিবেদিত আছে খেয়ে আদা-পানি।
দুনিয়াতে খুন ---------             ।। 

দিনে দিনে রাহু মেলে ডানা তার।
যায় দিন থেকে ভাল আজ তার।
অশনির পোয়াবারো উৎসবে-
মূখরিত চারিপাশ এই ভবে।
               বলে শব্দ দূষণ করে আজান ধ্বনী-
               নাকি শব্দ দূষণ করে আজান ধ্বনী।

সংস্কৃতি নামে আছে নষ্টামী।
দাড়ী, টুপি পুরোটাই ভণ্ডামী।
শরমের জানাজা ও কুলখানি-
এযাবৎ প্রতি হাঠে প্রতিদিনই।

তাই নবেল জিততে যদি চাও তুমি-
তবে বিবস্ত্র হওয়াটাই সার জানি।
দুনিয়াতে খুন  ------------  ।। 

ঘুষের বিড়ম্বনা সওয়া দায়।
শোনার কে আছে? কোথা পাওয়া যায়?
দশ ধাপে নকলের ভোজবাজি-
আসল বিদায়ে মহা কারসাজি।
                 ওরা সূখে তান লয়ে মারে ডিগবাজি।
                 সবে সূখে তান লয়ে মারে ডিগবাজি।

রসাতল এক্সপ্রেস কাউন্টারে-
টিকিটের হুড়াহুড়ি চলছেরে।
দ্রুত আরো দ্রুত যাও রসাতল-
নিয়ে থালা-বাটি,ছেলে, নাতি, জনবল।

আমি চাইনা তা বলেই তা পাগলামী-
বলে উপহাস করে মোরে দিন-রজনী।
দুনিয়াতে খুন ------------- ।।

Post a Comment

0 Comments