Recent Tube

সিসি ফুটেজে ডিসি, সবাই বলে ছি! ছি!? মু. রুকুনুজ্জামান চৌধুরী।

সিসি'র ফুটেজে ডিসি
সবাই বলে ছি! ছি!?

উদারমনা শান্ত ছেলে
ভালোবাসার লিজ নিয়ে
মায়ার ছলে খেতের জমিন
চাষ করিতে বীজ দিয়ে।।

উর্বরতায় ব্যস্ত বেজায়
নিড়ানিতে স্যার মহোদয়
ভালোবাসার চিহ্ন এঁকে
দিচ্ছে তাতে দোষের কি হয়?

স্যারের জন্য বুকের জমিন 
একটু না-হয় দিলাম তুলে
চাষাবাদে স্যার মহোদয়
লাঙ্গলটানে কাপড় খুলে।

বীজ ভুনিতে কর্তা যখন 
উপযোগী করেন জমি
সিসির মাঝেই ডিসি দেখে
দেশজুড়ে আজ হচ্ছে বমি।।

কেন?
জাতির কাছে প্রশ্ন আমার
বমি কেন আসছে আজি
বেমোতো ভাই নয় আজিকের
ওরা সেই সে কাজের কাজি।।

সেঞ্চুরিয়ান মানিক নামের
অমানুষটার সুত্র ধরে
সিলসিলায়ে সেঞ্চুরিয়ান
ধারাবাহিক নতুন করে।।

নিজেই নিজের কামলা খাটে
ছলচাতুরী দাম্ভিকতায়।
গোপনে আর প্রকাশ্যে হোক
নিঃসংকোচে যায় করে যায়।।

ধিক তাদের আজ ঘৃনার সাথে
অভিসম্পাত এই জাতির,
জাতির যারা সৎ সাধুতায়
কল্যাণময়ী হক্ব জ্ঞাতির।।

২৪-০৮-১৯ইং

Post a Comment

0 Comments