Recent Tube

ঈদের আনন্দ ও শুভেচ্ছা বিনিময়ঃ প্রমুহাম্মদ তানজিল ইসলাম।

ঈদের আনন্দ ও শুভেচ্ছা বিনিময়ঃ

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ وَلَهُمْ يَوْمَانِ يَلْعَبُونَ فِيهِمَا فَقَالَ مَا هَذَانِ الْيَوْمَانِ‏ قَالُوا كُنَّا نَلْعَبُ فِيهِمَا فِي الْجَاهِلِيَّةِ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم‏ إِنَّ اللَّهَ قَدْ أَبْدَلَكُمْ بِهِمَا خَيْرًا مِنْهُمَا يَوْمَ الأَضْحَى وَيَوْمَ الْفِطْرِ (رَوَاه ابُوْ دَاود فِىْ بَابِ صَلَاةِ الْعِيدَيْنِ)

      হযরত আনাস রা. বলেন: রসূলুল্লাহ স. মদীনাতে এসে দেখলেন যে, তারা দু’টি দিনে আনন্দ উদযাপন করে। তিনি জিজ্ঞেস করলেন: এ দু’টি দিন কীসের? তারা বললো: আমরা এ দু’টি দিনে জাহেলী যুগে আনন্দ উদযাপন করতাম। তখন রসূলুল্লাহ স. বললেন: আল্লাহ  তাআলা তোমাদের জন্য এ দু’টি দিনকে অন্য দু’টি উত্তম দিনের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। একটি হলো ঈদুল ফিতর ও অপরটি ঈদুল আযহা। (আবু দাউদ: ১১৩৪)

     এ হাদীসের রাবীগণ সবাই-ই বুখারী-মুসলিমের রাবী এবং হাদীসটির সনদ সহীহ। শায়খ শুআইব আরনাউত মুসনাদে আহমাদের তাহকীকে বলেন: إسناده صحيح رجاله ثقات رجال الشيخين “হাদীসটির সনদ সহীহ এবং রাবীগণ সবাই-ই বুখারী-মুসলিমের রাবী”। (মুসনাদে আহমাদ: ১২০০৬ নম্বর হাদীসের আলোচনায়) শায়খ আলবানীও হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ-জঈফ আবু দাউদ: ১১৩৪) শাব্দিক কিছু তারতম্যসহ এ হাদীসটি নাসাঈ শরীফেও বর্ণিত হয়েছে। (জামিউল উসূল: ৬৮৬২)

      এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, জাহেলী যুগের দু’টি আনন্দের দিনের পরিবর্তে আল্লাহ তাআলা মুমিনদেরকেও দু’টি আনন্দের দিন তথা ঈদের দিন দান করেছেন। 

   ঈদের শুভেচ্ছা বিনিময়: 
জুবাইর ইবনু নুফাইর (রা) বলেনঃ
.
كان أصخاب رسول الله (ص) إذا التقوا يوم العيد يقول بعضهم لبعض: تقبل الله منا ومنك.

"রাসূলুল্লাহ (সা) এর সাহাবীগণ ঈদের দিনে একে অপরকে বলতেন: ( ﺗَﻘَﺒَّﻞَ ﺍﻟﻠﻪُ ﻣِﻨَّﺎ ﻭَﻣِﻨْﻚ ) 'তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকা' আল্লাহ আমাদের এবং আপনার আমল কবুল করুন।"

 বায়হাকী (২/৩১৯); ইবনু হাজার আস্কালানী, ফাতহুল বারী শরহে সহীহুল বুখারী:২/৪৪৬। সনদ হাসান। 

    হাদীসটি উল্লেখ করে বর্তমান সময়ের প্রসিদ্ধ মুহাদ্দিস (পি-এইচ. ডি. রিয়াদ; অধ্যাপক, আল-হাদীস বিভাগ; ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া) শায়খ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলেনঃ 
  "আমরা সাধারণত 'ঈদ মোবারক' ইত্যাদি বলে থাকি। এগুলিও ভাল। তবে সাহাবীদের বাক্যগুলো ব্যবহার করাই উত্তম।"
ড.খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, খুতবাতুল ইসলাম, পৃঃ৪৪৩।
 ------------------------------------------------
লেখকঃ ইসলামি চিন্তাবিদ গ্রন্থপ্রনেতা গবেষক ও মাওলানা।       

Post a Comment

0 Comments