Recent Tube

সূনান আত তিরমিজী, (তাহকীককৃত)।অধ্যায়ঃ ৩৪,দুনিয়াবী ভোগবিলাসের প্রতি অনাসক্তি ‎(كتاب الزهد عن رسول الله ﷺ),‎


গ্রন্থঃ সূনান আত তিরমিজী(তাহকীককৃত)।
অধ্যায়ঃ ৩৪,
দুনিয়াবী ভোগবিলাসের প্রতি অনাসক্তি 
(كتاب الزهد عن رسول الله ﷺ)
হাদিস নম্বরঃ ২৩২৩


২৩২৩ - বানু ফিহরের মুসতাওরিদ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দুনিয়া আখিরাতের তুলনায় এতটুকু, যেমন তোমাদের কেউ সমুদ্রের পানিতে তার একটি আঙ্গুল ডুবিয়ে তুলে আনল। সে দেখুক তার আঙ্গুল কতটুকু পানি নিয়ে ফিরেছে।

সহীহ, ইবনু মা-জাহ (৪১০৮), মুসলিম।

  আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। ইসমাঈল ইবনু আবূ খালিদের উপনাম আবূ আবদুল্লাহ। কাইসের পিতা আবূ হাযিম, তার নাম আবদ ইবনু আওফ, তিনি সাহাবী।

হাদিসের মানঃ সহিহ 

Post a Comment

0 Comments