কাজের কাজীদের
কে আটকাবে?
রুখবে কে?
হেরার পথের পথিক, 
যাদের দ্বিপ্ত মনোবল।
এক আল্লাহ'তে ভরসাকারী
নিরেট অবিচল।
কোন সে গুনি বলুন শুনি
রসুলের পথ ধরে।
হয়ে আগুয়ান চলে বেগবান,
আঁচড়ে পড়েছে পরে?
ন্যায়ের পথের বলিষ্ঠতা,
যেই চরিত্রে বিদ্যমান।
অন্যায়,অশুর,মাড়িয়ে
ন্যায়ের রাজ কায়েমে নিষ্ঠাবান। 
তাদের পারে কে আটকাতে
এমন সাধ্য আছে কার?
আল্লহওয়ায় রুখবে! 
কে, সে ? 
নরাধম জনোয়ার।
  -২৬.০৭.২০১৭ইং
-------------------------
লেখকঃ হিসাবের কেউ ন।     
 
 

 
   
 
 
0 Comments