Recent Tube

কঠিন সময়ে ত্যাগের এ ঈদে খুঁজি মুক্তির বারতা.... সালেহি রাজিন।

মহামারী, বন্যা,আর স্বাস্থ্যবিধির কবলে ঈদুল আজহা..... ! 
 হাসিখুশির বারতা আর ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে আসা উদযাপনের ঈদ অনেকটা ম্লান। 

  করোনা এবং বন্যা এই দুই দুর্যোগে মানুষের আর্থিক ও মানসিক অবস্থা বর্তমানে বেশ শোচনীয়। নিম্নবিত্ত এবং সিংহভাগ মধ্যবিত্তের জন্য এবার ঈদুল আজহার উত্সব তাই স্পষ্টতই দীর্ঘশ্বাসের বার্তাবাহক। কোরবানির পশুর হাটে ক্রেতা সঙ্কট ও গণপরিবহনে ঈদে ঘরে ফেরা মানুষের ভিড় না থাকা এটারই সাক্ষী। কাজকর্ম অনেকটা স্বাভাবিক হলেও সর্বশেষ ঈদুল ফিতরের মতো এই ঈদের উত্সবও বিধিনিষেধের বেড়াজালে সীমিত। বন্যাদুর্গত এলাকার মানুষজন নিজেদের আঙিনায় ফেরার প্রহর গুণছে। আর সারাদেশের মানুষ দিন গুণছে করোনা মুক্ত নতুন ভোরের প্রত্যাশায়।আর্থিক দৈন্যতার দরুণ উচ্চবিত্ত শ্রেণি ছাড়া আর সবার মনে ঈদুল আজহার উত্সব আনন্দের ছোঁয়া দিতে অপারগ। চলমান দুর্যোগে নিম্ন আয়ের ও কর্মহীন মানুষ সঞ্চয় ভেঙে জীবনের অনিবার্য প্রয়োজন মেটাচ্ছে। অনিশ্চিত অবস্থায় রয়েছে জীবন ও জীবিকার স্বাভাবিক ছন্দ। এমন ক্রান্তিলগ্নে পশু কোরবানির ইচ্ছে থাকলেও সামর্থ্যের অক্ষমতায় সিংহভাগ মানুষের পক্ষে তা সম্ভব হচ্ছে না। মানুষ এখন স্বাভাবিক জীবনের ব্যস্ততায় ফিরতে উদগ্রীব। সামর্থ্যবানদের অকৃত্রিম মানবিকতায় পবিত্র উত্সবের কিছুটা আনন্দের ভাগীদার হতে পারে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠী। কঠিন সময়ে ত্যাগের এ ঈদ তারপর ও বয়ে আনুক খুশির আর মহামারী হইতে মুক্তির বারতা।
------------------------------------------------
লেখকঃ কলামিস্ট, প্রবন্ধ ও রম্য লেখ।   

Post a Comment

0 Comments