Recent Tube

হাদীস: আচার ব্যবহার, সম্পর্কিত,


গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ)
অধ্যায়ঃ ৭৮/ 
বিষয়: আচার-ব্যবহার (كتاب الأدب)
হাদিস নম্বরঃ ৬১১৬

 
৭৮/৭৬. ক্রোধ থেকে বেঁচে থাকা। 

৬১১৬. আবূ হুরাইরাহ হতে বর্ণিত যে, এক ব্যক্তি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট বললঃ আপনি আমাকে অসিয়ত করুন। তিনি বললেনঃ তুমি রাগ করো না। লোকটি কয়েকবার তা বললেন,নাবী  সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বারেই বললেনঃ রাগ করো না। 
আধুনিক প্রকাশনী- ৫৬৭৬, ইসলামিক ফাউন্ডেশন- ৫৫৭৩)
,------------------------------------------------  

Post a Comment

0 Comments