মু রুকুনুজ্জামান চৌধুরী।.
কবিতাঃ-
ইনশাআল্লাহ হচ্ছে দেখা,
দিলাম এঁকে বিজয় রেখা।
লক্ষ প্রাণের ঢের মমতায়,
অটুট মম ফের জনতায়।
আওয়াজ তুলে হাক ছেড়ে আজ,
সত্যবাদী বীর সাজে সাজ।
আমরা আছি সত্য যেথায়,
ন্যায়ের সাথে বলিষ্টতায়।
খাঁটি ও সঠিক যাদের লক্ষ্য
আমরা সদায় তাদের পক্ষ।
অন্যায় অসৎ দুর্নীতিবাজ
ধ্বংস নিজের বেপরোয়া কাজ।
চিহ্নিত সব অসৎ ব্যাধিত
অকল্যাণীর তৈরি ফাঁদ।
সিনবাদের ঐ ফের ফিরাতে,
হিংসুক,ইতর বিদায় বাদ।
সৎ ও সততার জিন্দাবাদ।।
হক বাতিলের আলো আধারে
মাড়িয়ে বাতিল মুর্দাবাদ,
উচ্চশিরে হক উঁচু হউক
হাক ছেড়ে হক জিন্দাবা।।
0 Comments