Recent Tube

আশুরার রোযার গুরুত্ব ও ফযীলত.

     
 আশুরার রোযার
গুরুত্ব ফযীলত;
 
عَنْ أَبِي قَتَادَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ صِيَامُ يَوْمِ عَاشُورَاءَ إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ)) (مسلم)
আবু ক্বাতাদাহ (রা.) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ ‘আমি আশা পোষণ করি আশুরার রোযা রাখার ফলে পূর্বের এক বছরের গুনাহ ক্ষমা করা হবে’ (সহীহ মুসলিম)
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: ((مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ فَضَّلَهُ عَلَى غَيْرِهِ إِلَّا هَذَا الْيَوْمَ يَوْمَ عَاشُورَاءَ وَهَذَا الشَّهْرَ يَعْنِي شَهْرَ رَمَضَانَ))(بخاري)
ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত তিনি বলেন, ‘আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রমযান মাসের রোযা ও আশুরার রোযার ন্যায় অন্যান্য কোন রোযাকে গুরুত্ব দিতে দেখিনি’ (সহীহ বুখারী)

    এছাড়া যত যাকিছু যেমন তাজিয়া বের করা,লাঠি খেলা,শোক মাতম করা, বড় ছোট সকলে ইনজেকশন দিয়ে শরীরকে ক্ষত বিক্ষত করা,হাই হোসেন ,হাই হোসেন করা,আর "ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কে বাদ বলা" আমরা জানি ইসলাম সবচাইতে ক্ষতি গ্রস্থ হয় এই কারবালার মর্মান্তিক ঘটনার পরেই কারণ এর পরেই সাহাবীদের মধ্যে বিভক্তি,হত্যা, খুনখারাবি শুরু হয়ে যায়! এইসকল কাজ কর্ম কোন সুস্থ্য মস্তিষ্কের মানুষে করতে পারে না! মহরম মাস সহ ১০ তারিখকে কেন্দ্র করে সব ভন্ডামী শিয়ারা করে থাকে,আমাদের উপমহাদেশেও শিয়া সরাসরি নিজেদের না বললেও শিয়াদের আকীদা তাঁদের ভিতরে বিদ্যমান তাইতো এইগুলি করে!

   এইগুলো বন্ধ হওয়া উচিৎ! আল্লাহ্ আমাদের সঠিক ইসলাম বুঝার এবং মানার তাওফীক প্রদান করুক,,আমীন।

Post a Comment

0 Comments