Recent Tube

মরুভূমির হাতছানি -১৬ --মুহিউল ইসলাম মাহিম চৌধুরী

    
                             মরুভূমির হাতছানি  
                             -পর্ব-১৬.

The holy Quran Exhibition 
Madina al munawwara
দেখে এলাম জীবন্ত কোরআন
--------------------<><><>------------------------  
   মহান আল্লাহ মানবতার হিদায়াতের জন্য অসংখ্য অগনিত নবী এবং রাসূল পাঠিয়েছেন । সাথে দিয়েছেন তাঁরই নির্দেশিত পথে জীবন পরিচালনার জন্য বিভিন্ন অাসমানী কিতাব ।।আল কোরআন হল মহান প্রভূর পক্ষ থেকে সর্বশেষ অাসমানী কিতাব  বা গাইড বুক ।।
আল্লাহ বলেন ''এ কোোরআন আমি আল্লহ নাজীল করেছি অার এর সংরক্ষণের দায়িত্ব ও আমি নিজ হাতে গ্রহণ করেছি'' ।  

কিভাবে তিনি কোরঅান হেফাজত করেন তার কিছু নমুনা রয়েছে মদীনা অাল মুনাওয়ারায় আল কোরআন এক্সিভিশন বা মিউজিয়ামে ।
মসজিদে নববীর সীমানা প্রাচীরের সাথেই এই মিউজিয়াম । 
 এখানে কোরআনুল কারীমের অনেক বিশ্বয়কর ডকুমেন্টস বিদ্যমান রয়েছে ।

 বিদেশীদের বুঝাবার জন্য রয়েছেন বিভিন্ন ভাষাভাষী ইন্টারপ্রেটার । আলহামদুলিল্লাহ,আমি প্রদর্শনীটি ঘুরে ঘুরে দেখেছি। এ ব্যাপারে আমাকে সহযোগীতা করেছেন এবং ইতিহাসের আলোকে কোরআনে হাকিমকে তোলো ধরেছেন The holy Quran Exhibition এর একজন পরিচালক । 

    তখন মোবাইল ক্যামেরায়  নিজ হাতে বানিয়েছিলাম একটি ভিডিও ডকুমেন্টারি । অামার ইউটিউব চ্যানেলে তা সংরক্ষিত অাছে
 
    এখানে রয়েছে হযরত উসমান (রা) এর সময়ে তাঁরই নির্দেশেে হস্তলিখিত কোরঅানে কারীমের জেরক্স ফটোকপি । যার টপ কপি বা মূল কপি রয়েছে তুরস্কের ইস্তাম্বুলে ।
হযরত উসমান (রা) খলিফা নির্বাচিত হওয়ার পর ছয়টি কোরঅান হাতে লিখার নির্দেশ দেন ।  একটি মক্কাবাসীর জন্য,একটি মদীনাবাসীর জন্য এবং বাকিগুলো বিভিন্ন জায়গায় সংরক্ষণের জন্য পাঠিয়ে দেয়া হয় । 
বৃহৎ এ ছয়টি কোরঅান, কে লিখেছেন তা নিশ্চিত করে বলা না গেলেও তিনি যে বিশ্বনবী (স) এর একজন সাহাবী ছিলেন তাতে কোন সন্দেহ নেই।। 
রয়েছে পৃথিবীর সবচাইতে ছোট কোরঅান যা ষাট পাতায় লিপিবদ্ধ করা হয়েছে (প্রতি দুই পাতায় এক পারা) ।

    রয়েছে স্বর্ণের অক্ষরে লিখিত কোরআন । 
আজ থেকে ৭২৮ বছর পূর্বে আব্দুল্লাহ আল হামাদানী (র) নিজের হাতে সোনার হরফে এ কোরআনটি লিপিবদ্ধ করেন।।

     রয়েছে হরিনের চামড়ার উপরে হস্তলিখিত কোরআন । যা প্রায় দেড় হাজার বছর পর আজও অবিকল অবস্থায় সংরক্ষিত আছে । 

এখানে রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ কোরআনে কারীম।।
আফগানিস্তানের গোলাম মুহিউদ্দীন (র) নামে একজন আল্লাহওয়ালা মুসলিম আজ থেকে দুইশত বছর পূর্বে এ কোরআনটি নিজ হাতে লিপিবদ্ধ করেন। 
এ কোরআনের ওজন হচ্ছে একশত চুয়ান্ন কেজী । যা কোন মানুষের পক্ষে বহনযোগ্য নয় । তাই চারটি উঠের পিঠে করে পালাক্রমে ওজনদার এ কোরঅানটিকে মসজীদে নববীতে নিয়ে আসা হয়   ।
     কোরআনে কারীমকে সাজিয়ে রাখার জন্য রয়েছে  একটি আলমারী ।  যা মিশরের আমিনা খানম নামে বিশাল ধনাঢ্য একজন মহিলা হাতির দাঁত,রুপা-চান্দি এবং মনিমুক্তা দিয়ে আলমারীটি তৈরী করে দিয়েছেন ।

     এছাড়াও স্থীরচিত্র এবং ভিডিও চিত্রের মাধ্যমে এখানে কোরআনকে দৃশ্যমান করে রাখা হয়েছে যা দেখলে অাপনার কাছে জীবন্ত হয়ে উঠবে মানবতার প্রতি মহান আল্লাহর সর্বশেষ ম্যাসেজ আল কোরআন মাজীদ ।
------------------------  
★★১৭ পর্বে থাকবে ''অাসমাউল হুসনা এক্সিবিশন''। 
কিভাবে মহান অাল্লাহর ৯৯ টি গুনবাচক নামকে সাইন্টিফিক ডিভাইসের মাধ্যমে জীবন্ত করে তোলে ধরা হয়েছে । উঠে আসবে তার চিত্র ইনশাআল্লাহ । 
সে পর্যন্ত অপেক্ষায় থাকুন ।
--------------------------------------
লেখকঃ কলামিস্ট ও প্রবন্ধ লেখক।        

Post a Comment

0 Comments