Recent Tube

মরুভূমির হাতছানি -১৯, মুহিউল ইসলাম মাহিম চৌধুরী

মরুভূমির হাতছানি 
পর্ব-১৯
হজ্জ ভ্রমণ'-১৭,

আমার থাকা মদীনার শেষ সূর্যোদয়... 
দীর্ঘ পনেরো দিন মদীনা অাল মোনাওয়ারায় কিভাবে যে কেটে গেল টেরও পেলামনা । এবার মূল গন্তব্য  মক্কা অাল মুকাররাামায় যাওয়ার পালা । প্রিয় মদীনা ছেড়ে চলে যাবো । অাবার কী অাসতে পারবো সোনার মদীনায়?
ভাবতে মনটা কেমন ছটফট করতে লাগলো । এই পনেরো দিনে মসজিদে নববী, মদীনার অলিগলি, হাটবাজার সবকিছুই যেন কেমন অাপন হয়ে উঠেছিল । মনে হচ্ছিলো এই মদীনাকে কতকাল ধরে চিনি । 
 প্রিয় নবীর রিয়াদুল জান্নাহ,,মসজিদে নববীর বাবে অাবু বকর ,বাবে জিবরীল কোথায় দৌড়াদৌড়ি করিনি।  এসবটুকুই মনে হচ্ছিল অামার উত্তরাধিকার ।
অাজ ছেড়ে যেতে হবে!  

   ফজরের সালাত অাদায় করে হুজুর (স) এর রওজা মোবারক জিয়ারত করলাম এ যাত্রায় শেষ বারের মত ।  নবীজি সাল্লালল্লাহু অালাইহি ওয়া সাল্লাম এবং তাঁর প্রিয় দুই সাথীকে সালাম দিলাম প্রাণ ভরে । অার দোয়া করলাম প্রতিপালকের কাছে, ইয়া রাব্বী,অাবারও যেন তোমার প্রিয় হাবীবের বাড়ির মেহমান হতে পারি ।  আবার যেন নবীজির রওজার পাশে দাঁড়িয়ে বলতে পারি অাসসালামু অালাইকা ইয়া রাসূলাল্লাহ অাসসালামু অালাইকা ইয়া হাবিবাল্লাহ
অাসসালামু অালাইকা ইয়া নাবিয়্যাল্লাহ
আসসালামু আলাইকা ইয়া খাইরা খালক্বিল্লাহ। 
অল্লাহপাক আমার সেই দোয়া অবশ্য কবুল করেছিলেন ।
    মাত্র একটি বছর পেরুতেই মহান আল্লাহ টেনে নিয়েছিলেন তাঁর হাবিবের বাড়িতে । 
যাক,ফজরের সালাতের পর রাসূলুলুল্লাহ (স) এর মাাক্ববারা,বাক্বিউল গারকাদ (জান্নাতুল বাকী) জিয়ারত শেষ করে সেবারের মত মদীনার চারিদিকে যতদূর দৃষ্টিসীমায় অাবদ্ধ করা  যায় ততদূর চোখের অালো ফেলে দেখে নিলাম প্রিয় মদীনাকে । 
মসজিদের ছাতা,স্বচ্ছ রাস্তাঘাট, দাঁড়িয়ে থাকা ট্রাভেল বাস,যেগুলো মদীনার ঐতিহাসিক স্থানগুলো জিয়ারতের জন্য ব্যবহৃত হয় ।

  হজযাত্রী ও পর্যটকদের গুরুত্বপূর্ণ স্থানগুলো দেখাতে পবিত্র নগরী মদিনায় ‘সিটি সাইট সিয়িং’ নামে একটি বিশেষ ডাবল ডেকার বাস সার্ভিস রয়েছে। টিকিটের মূল্য ৮০ সৌদি রিয়াল। বাস থামে মসজিদে নববী, জান্নাতুল বাকি কবরস্থান, আল মানাখায় অবস্থিত মসজিদে গামামাহ বা মেঘের মসজিদ, ইসলামের ইতিহাসে দ্বিতীয় সশস্ত্র যুদ্ধ সংঘটিত হওয়া উহুদ প্রান্তর, আল নূর শপিংমল, সুলতানা শপিং স্ট্রিট, মসজিদে কিবলাতাইন, সালা পর্বতের দক্ষিণে খন্দক যুদ্ধের স্থানে সাত মসজিদ, সাদা মিনার ও বহু খেজুর গাছ সংবলিত ঐতিহাসিক মসজিদে কুবা ও ওসমানীয় আমলের আল হেজাজ রেল স্টেশন জাদুঘর।

   মসজিদের লাগোয়া অন্তর্জাতিক মানের হোটেল সবকিছুকে দেখতে স্বপ্নের বুননের চাইতেও বেশী কিছু মনে হচ্ছিল ।

  এত এত সূন্দরের সমারোহ ফেলে যাচ্ছি হোটেলের দিকে  অার অার ফিরে ফিরে তাকাচ্ছি অাজন্ম হৃদয় কন্দরে লালিত প্রিয় নবীর প্রিয় মসজিদ মসজিদে নববীর দিকে.......

 অপেক্ষায় থাকুন পরবর্তী পর্বের জন্য  ।
------------------------------------------------
লেখকঃ কলামিস্ট ও প্রবন্ধ লেখক।        

Post a Comment

0 Comments